চার বছর বয়সে রোসারিও সেন্ট্রালের একাডেমিতে ফুটবল যাত্রা শুরু করা অ্যাঞ্জেল ডি মারিয়া অবশেষে ফিরে এলেন তার শিকড়ে। ইউরোপের বড় বড় ক্লাবে ১৮ বছর খেলার পর বিশ্বকাপজয়ী এই আর্জেন্টাইন তারকা আবার জড়ালেন শৈশবের ক্লাবের জার্সিতে। রোসারিও সেন্ট্রালে তার আনুষ্ঠানিক স্বাগতম অনুষ্ঠানে আবেগে কান্নায় ভেঙে পড়েন ডি মারিয়া।
২০০৫ সালে এই ক্লাব থেকেই সিনিয়র দলে অভিষেক হয়েছিল তার। এরপর ২০০৭ সালে বেনফিকায় পাড়ি জমান ডি মারিয়া। সেখানে দারুণ সাফল্যের পর তিনি খেলেছেন রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, পিএসজি এবং জুভেন্টাসের মতো শীর্ষ ক্লাবগুলোতে। গত মৌসুমে বেনফিকায় ফিরে ক্যারিয়ারের শেষ অধ্যায় লেখার পর এবার ফ্রি ট্রান্সফারে রোসারিওতে ফিরেছেন ৩৭ বছর বয়সী এই তারকা।
স্বাগতম অনুষ্ঠানে ডি মারিয়া বলেন, "এখানে ফিরে আসাটা আমার জীবনের সবচেয়ে আবেগঘন মুহূর্তগুলোর একটি। এই ক্লাবই আমার সবকিছুর শুরু, এখানেই আমার শিকড়।" তিনি আরও জানান, তার দীর্ঘদিনের সতীর্থ ও বন্ধু লিওনেল মেসি তাকে এই সিদ্ধান্তে উৎসাহ দিয়েছেন। "মেসি আমাকে বলেছে, 'আরও কিছুদিন খেলো'—সে জানত এটা আমার স্বপ্ন," যোগ করেন ডি মারিয়া।
রোসারিওর সিনিয়র দলে তার প্রথম পর্বে ৩৯ ম্যাচে ৬ গোল ও ২ অ্যাসিস্ট করেছিলেন ডি মারিয়া। এরপর ইউরোপে তার ঝুলিতে জমা হয়েছে চ্যাম্পিয়নস লিগ, কোপা আমেরিকা ও ফিফা বিশ্বকাপের মতো বড় শিরোপা। এখন ফিরে এসেছেন সেই ক্লাবে, যেখান থেকে তার উত্থান।
সম্ভাব্য আগামী ম্যাচে ৯ দে জুলিওর বিপক্ষে কোপা সান্তা ফেতে মাঠে নামতে পারেন ডি মারিয়া। এখনও আনুষ্ঠানিক নিশ্চিত না হলেও রোসারিও সমর্থকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদের কিংবদন্তির মাঠে ফেরার মুহূর্ত দেখার জন্য।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.