পাকিস্তানি মডেল ও অভিনেত্রী হুমাইরা আসগর আলীর রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার (৮ জুলাই) করাচির ডিফেন্স ফেজ-৬ এর ইত্তেহাদ কমার্শিয়াল এলাকার একটি ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩২ বছর। পাকিস্তানি গণমাধ্যমে উঠে এসেছে এ তথ্য।
পুলিশ সূত্র জানিয়েছে, আদালতের নির্দেশনা অনুযায়ী গতকাল মঙ্গলবার বিকেল ৩টার দিকে ফ্ল্যাটটি খালি করার জন্য সেখানে পুলিশ সদস্যরা যান। ভেতর থেকে কেউ সাড়া না দেয়ায় ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে পুলিশ। এ সময় মেঝেতে অভিনেত্রীর মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
পুলিশ জানিয়েছে, মরদেহ ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে। তবে কর্তৃপক্ষের দাবি, সম্ভবত ১৫ থকে ২০ দিন আগে মারা গেছেন অভিনেত্রী হুমাইরা আসগর। পুলিশ সার্জন ডা. সুমাইয়া সৈয়দ দেশটির গণমাধ্যমকে বলেন, ‘হুমাইরা আসগরের মরদেহ হাসপাতালে আনা হয়েছে। মরদেহটি পচন অবস্থায় এসেছে।’
পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, গত সাত বছর ধরে ফ্ল্যাটটিতে একাই থাকতেন অভিনেত্রী হুমাইরা আসগর। তার মরদেহ উদ্ধারের ঘটনায় ঘটনাস্থল থেকে ফরেনসিক প্রমাণ সংগ্রহ করা হয়েছে। ফ্ল্যাটের মালিক বকেয়া ভাড়ার জন্য মামলা করেছিলেন অভিনেত্রীর বিরুদ্ধে। আদালত কর্তৃক নিযুক্ত একজন বেলিফ উচ্ছেদের আদেশ কার্যকর করতে ফ্ল্যাটে আসলে তখন অভিনেত্রীর মরদেহ উদ্ধার করা হয়।
জনপ্রিয় রিয়েলিটি শো ‘তামাশা ঘর’ এবং ‘জালাইবি’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে পরিচিত পান হুমাইরা আসগর।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.