হাতিবান্ধায় মেজর পরিচয়ে জমি দখলের নামে চাঁদাবাজি, দুইজন আটক
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় সেনাবাহিনীর মেজর পরিচয় দিয়ে জমি দখলের নামে চাঁদাবাজির অভিযোগে দুই ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে উপজেলার ফকিরপাড়া ফেডারেশন পাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন— হাতীবান্ধা উপজেলার সাজু আহমেদ ও মাসুদ মিয়া।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফকিরপাড়া এলাকার রফিকুল ইসলামের জমি সংক্রান্ত বিরোধের সুযোগ নিয়ে ওই দুই ব্যক্তি নিজেকে সেনাবাহিনীর মেজর পরিচয় দিয়ে ক্ষমতার প্রভাব দেখিয়ে জমি দখল করে দেওয়ার কথা বলে। এ সময় এক লাখ টাকার দাবি করে, এর মধ্যে ২০ হাজার টাকা আগেই হাতিয়ে নেয় তারা। পরে মঙ্গলবার দুপুরে বাকি টাকা নিতে গেলে এলাকাবাসীর সন্দেহ হলে তাদের ধরে ফেলে এবং পুলিশে সোপর্দ করে।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন নবী বলেন, “স্থানীয়রা তাদের আটক করে আমাদের খবর দেয়। আমরা ঘটনাস্থল থেকে তাদের থানায় নিয়ে এসেছি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.