জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় দফার আলোচনা পুনরায় শুরু করবে আজ সোমবার (৭ জুলাই)। অন্তর্বর্তী সরকারের প্রস্তাবিত প্রধান রাষ্ট্রীয় সংস্কার উদ্যোগের বিষয়ে একটি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে এই আলোচনা শুরু হবে।
দ্বিতীয় দফার দশম দিনে সকাল ১০টা ৩০ মিনিটে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এ সংলাপ শুরু হবে।
জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়েছিল সংবিধান সংশোধনের জন্য। এটির নেতৃত্ব দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। গত ১৫ ফেব্রুয়ারি থেকে কমিশনের কার্যক্রম শুরু হয়। ২০ মার্চ লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির সঙ্গে আলোচনা করে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। ১৯ মে পর্যন্ত বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, সিপিবি, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, গণঅধিকার পরিষদ, এবি পার্টিসহ ৩৩টি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে মোট ৪৫টি অধিবেশনে আলোচনা সম্পন্ন করেছে কমিশন।
প্রথম পর্যায়ের আলোচনায় অনেক বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য তৈরি হলেও কিছু মৌলিক সংস্কার প্রস্তাব এখনো চূড়ান্ত হয়নি। এরপর গত ২ জুন দ্বিতীয় পর্যায়ের আলোচনা শুরু করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। পরের দিন বিষয়ভিত্তিক আলোচনার মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়। সংবিধানের ৭০ অনুচ্ছেদ, স্থায়ী কমিটির সভাপতি মনোনয়ন ও নারী প্রতিনিধিত্ব নিয়ে আলোচনা চলাকালে ওই অধিবেশন মুলতবি হয়। সেই মুলতবি বৈঠক গত ১৭ জুন পুনরায় শুরু হয়।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.