জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথে থাকবেন। দলের ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’য় অংশ নিয়ে রোববার দুপুরে রাজশাহীর গোদাগাড়ী উপজেলা সদরে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথা বলেন।
নাহিদ বলেন, ‘আমরা দেশ গড়তে জুলাই পদযাত্রা শুরু করেছি। জুলাই গণঅভ্যুত্থানে যে স্বপ্ন ও সাহস নিয়ে আমরা-আপনারা রাজপথে নেমেছিলাম; এখন জনগণকে, দেশকে, সরকারকে বার্তা দিতে হবে আমরা এখনও রাজপথে আছি। বিপ্লবিরা ঘুমায় নাই, বিপ্লবীরা ঘুমাবে না।’
তিনি বলেন, ‘আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথে আছি। জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ এবং বৈষম্যহীন বাংলাদেশের জন্য আমাদের এই যাত্রা। আমরা ৬৪ জেলায় যাচ্ছি।’
সরকার পতনের আন্দোলনে গোদাগাড়ীতে গড়ে ওঠা আন্দোলনের প্রশংসা করে এনসিপির এই নেতা বলেন, ‘জুলাই গণঅভুত্থানে আপনারা গোদাগাড়ীতে ৫ আগস্ট অসীম সাহসিকতার সঙ্গে পুলিশের বুলেটের মুখে দাঁড়িয়ে আন্দোলন করেছেন। এখানে গুলিবিদ্ধ হয়েছিল। এই লড়াইয়ের কারণে বাংলাদেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে। গোদাগাড়ীবাসীর এই সাহসী ভূমিকা পুরো বাংলাদেশকে অনুপ্রাণিত করেছে। আমরা অনুপ্রাণিত হয়েছি, যখন শুনেছি দেশের জন্য একটা উপজেলায় এ রকম সাহসিকতার সাথে আপনারা লড়াই করেছেন।
এ সময় এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সদস্য সচিব আখতার হোসাইন, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সার্জিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.