ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লী থানাধীন সিঙ্গিয়া (হাজিপাড়া) এলাকার আজাদ হোসেনের ছেলে, বোদা পাথরাজ ডিগ্রি কলেজের ২য় বর্ষের ছাত্র আমির হোসেন (২৪)-কে অপহরণের ঘটনায় দুই অপহরণকারীকে আটক করেছে ভূল্লী থানা পুলিশ।
অপহরণকারীরা মুক্তিপণ দাবি করে ভয় দেখালেও শেষ পর্যন্ত পুলিশি তৎপরতায় অপহৃত ছাত্রকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
গতকাল শনিবার (৫ জুলাই) বিকেলে দিনাজপুর শহরের বাহাদুর বাজার এলাকার আবাসিক হোটেল ‘জাবেদ ইন্টারন্যাশনাল’ এর ৩য় তলার ৩১৪ নম্বর রুম থেকে ভিকটিম আমির হোসেনকে উদ্ধার ও অপহরণকারী দু’জনকে আটক করে পুলিশ।
আটককৃত অপহরণকারীরা হলেন বিরলের সাপাহারের জাবেদ আলীর ছেলে হানিফুজ্জামান মুন, বিরল দোগাছির মাজেদুরের ছেলে রেহান ইসলাম (২০)।
ভূল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সরকার জানান, গত ৩ জুলাই আমির হোসেন ঠাকুরগাঁও শহরে বন্ধুর বাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। সেদিনই ভূল্লী থানার খলিশাকুড়ি আলহাজ্ব মনসুর আলী ফিলিং স্টেশনের পাশে সোহেল রানার মিষ্টি কুমড়ার গোডাউনের সামনে থেকে তাকে অপহরণ করা হয়। পরদিন (৪ জুলাই) সকাল সারে নয় টায় ভিকটিমের মোবাইল থেকে তার মায়ের নম্বরে ফোন দিয়ে অপহরণকারীরা জানায়, “আপনার ছেলে আমাদের হেফাজতে আছে। ৫০ হাজার টাকা পাঠান, না হলে তার লাশ পাবেন।”
ঘটনা জানার পরপরই আমিরের পরিবার ভূল্লী থানা পুলিশকে অবহিত করে। পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে দ্রুত অনুসন্ধান চালায় এবং দিনাজপুর কোতোয়ালি থানা পুলিশের সহায়তায় বাহাদুর বাজারের উক্ত হোটেল থেকে অপারেশন চালিয়ে অপহরণকারীদের আটক করে।
ওসি সাইফুল ইসলাম সরকার নিশ্চিত করেছেন, এ ঘটনায় আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। অপহরণকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.