২০২৬ সালের এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে প্রথমবারের মতো জায়গা করে নেওয়ায় বাংলাদেশ নারী ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন দেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
বুধবার এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “এই ঐতিহাসিক অর্জন শুধু নারী ফুটবলের জন্য নয়, বরং গোটা জাতির জন্যই গর্বের বিষয়। এটি আমাদের সম্ভাবনা, প্রতিভা এবং অদম্য চেতনার উজ্জ্বল নিদর্শন।”
তিনি আরও আশা প্রকাশ করেন, এই সফলতা ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা আরও উঁচুতে নিয়ে যাবে।
এশিয়ান কাপের বাছাই পর্বে ‘সি’ গ্রুপে বাংলাদেশের দুর্দান্ত পারফরম্যান্স নজর কেড়েছে। দ্বিতীয় ম্যাচে শক্তিশালী মিয়ানমারকে ২-১ গোলে হারায় টাইগ্রেসরা, যেখানে ঋতুপর্ণা করেন দলের দুই গোলই।
এর আগে নিজেদের প্রথম ম্যাচে বাহরাইনকে ৭-০ গোলে উড়িয়ে দেয় বাংলাদেশ দল। ফলে দুই ম্যাচে দুই জয়ে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে বাংলাদেশ।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.