টেস্ট সিরিজে হারের পর এবার শ্রীলঙ্কার বিপক্ষে সাদা বলের ক্রিকেটে মুখোমুখি বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে আজ কলম্বোর প্রেমাদাসা ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নেমেছে দুই দল। টাইগারদের বিপক্ষে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন লঙ্কান অধিনায়ক চারিথ আসালাঙ্কা।
বল করতে নেমে শুরু থেকেই আগুন ঝরানো বোলিং করছেন টাইগার পেসাররা। শুরুতেই তানজিম সাকিবের দুর্দান্ত বোলিংয়ে আউট হন ওপেনার পাথুম নিশাঙ্কা। এরপর আরেক ওপেনার নিশান মাদুস্কাকে আউট করেন তাসকিন। এরপর অবশ্য চতুর্থ জুটিতে কুসাল-আসালাঙ্কার ঘুরে দাঁড়ায় লঙ্কানরা। ৬০ রান যোগ করেন এই দুই ব্যাটার। তবে ইনিংসের ১৯তম ওভারে তানভীর ইসলামের ঘূর্নিতে ভাঙে এই জুটি।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৯ ওভারে ৪ উইকেট হারিয়ে ৮৯ রান সংগ্রহ শ্রীলঙ্কার
আগে ব্যাট করতে নামা লঙ্কান ব্যাটারদের আজ থিতু হতেই দেননি টাইগার পেসাররা। ইনিংসের চতুর্থ ওভারেই আঘাত হানেন সাকিব। তার বলে উইকেটকিপার লিটন দাসের গ্লাভসবন্দী হয়ে আউট হন নিশাঙ্কা।
এরপরের ওভারেই আঘাত হানেন তাসকিন। টাইগার স্পিডস্টারের বলে বোল্ড হয়ে সাজঘরের পথ ধরেন মাদুস্কা। ফলে ১১ রানেই দুই ওপেনারকে হারিয়ে বিপাকে পড়ে লঙ্কানরা।
এরপর সপ্তম ওভারে নিজের দ্বিতীয় উইকেটের দেখা পান তাসকিন। এবার তার বলে ক্যাচ তুলে দিয়ে অধিনায়ক মেহেদী মিরাজের মুঠোবন্দী হয়ে সাজঘরের পথ ধরেন কামিন্সু মেন্ডিস।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.