কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে মাদক বিরোধী বিশেষ অভিযানে ৩শ ৯০ পিস ইয়াবা টেবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ জুন) সকালে তাদেরকে কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ।
পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে ভূরুঙ্গামারী থানা পুলিশ অভিযান চালিয়ে সোনাহাট সেতুর পশ্চিম তীর থেকে ৩শ ৯০ পিস ইয়াবা এবং মাদক বহনের কাজে ব্যবহৃত একটি ১২৫ সিসি মোটরসাইকেলসহ দুজনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ ( ওসি) আল হেলাল মাহমুদ জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে বৃহস্পতিবার সকালে কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে।
বুধবার(২৫ জুন) সন্ধ্যায় উপজেলার সোনাহাট সেতুর পশ্চিম তীর থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার পশ্চিম ছাটগোপালপুর গ্রামের শরিফুল আলম জাহেদীর ছেলে ইকবাল হোসেন জাহেদী মিজু (৪০) ও সদর ইউনিয়নের কামাত আঙ্গারিয়া গ্রামের হামিদুল ইসলামের ছেলে আনিছুর রহমান (৩৬)।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.