কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় নিজ মেয়েকে ধর্ষনের অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। এ ঘটনায় বাবা আবুল কাশেমকে গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠেছে এলাকাবাসী।
মঙ্গলবার (১৭ জুন) বিকেলে কালীগঞ্জ ইউনিয়নের কান্তার মোড়ে এলাকাবাসীর আয়োজনে বিক্ষোভ ও মানববন্ধন করে প্রায় ৫ শতাধিক মানুষ।
মানববন্ধনে বক্তব্য রাখেন, বেলাল উদ্দিন ব্যাপারি, কদম আলী, আমিনুল ইসলাম, শাহাআলমসহ অনেকে। বক্তব্যরা বলেন, দ্রুত মামলা গ্রহন করে আসামিকে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তাদের।
স্থানীয় সূত্রে জানা যায়, জেলার নাগেশ্বরীর কালীগঞ্জ ইউনিয়নের কান্তার মোড় এলাকার কাশেম আলী তার বিবাহিত কন্যাকে শ্বশুর বাড়ি থেকে নিজের বাড়িতে নিয়ে এসে জোরপূর্বক ধর্ষণ করেছে। এই অভিযোগটি করেছে তারই নিজের মেয়ের। পরে এ বিষয়টি গত বৃহস্পতিবার জানাজানি হলে বাবা আবুল কাশেম পালিয়ে যায়।
ভুক্তভোগী মেয়েটি জানায়, বারংবার নিষেধ ও অনুরোধ করার পরেও তার বাবা তাকে ধর্ষণ করে। তার সাথে এমন ঘৃণ্য পাশবিক কাজ করার জন্য সে তার বাবার দৃষ্টান্তমূলক শাস্তির দাবীও জানায়।
কচাকাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন আছে। আমরা দ্রুত আইনগত ব্যবস্থা নিচ্ছি।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.