শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে পেরু। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ১। ভূমিকম্পের ফলে এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।খবর এএফপির।
জাতীয় ভূতাত্ত্বিক কেন্দ্র জানিয়েছে, রোববার দুপুরের কিছুক্ষণ আগে ভূমিকম্পটি আঘাত হানে এবং এর কেন্দ্রস্থল ছিল রাজধানী লিমার পাশের বন্দর শহর ক্যালাও থেকে প্রায় ৩০ কিলোমিটার (২০ মাইল) দূরে। তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৬।
পেরু কর্তৃপক্ষ বলছে, এই ভূমিকম্প থেকে কোনো সুনামি হওয়ার আশঙ্কা নেই।
ন্যাশনাল পুলিশ জানিয়েছে, লিমায় ভূমিকম্পের সময় এক ব্যক্তির গাড়ির ওপর দেয়াল ভেঙে পড়লে তার মৃত্যু হয়। জরুরি অপারেশন সেন্টার জানিয়েছে, লিমায় পাঁচজন আহত হয়েছে।
দক্ষিণ আমেরিকার দেশটিতে প্রশান্ত মহাসাগরীয় উপকূলীয় অঞ্চলে সুনামির কোনো সতর্কতা জারি করা হয়নি বলে উল্লেখ করেছেন প্রেসিডেন্ট দিনা বলুয়ার্তে। তিনি নাগরিকদের ‘শান্ত’ থাকার আহ্বান জানিয়েছেন।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.