রাজশাহীর পুঠিয়ার বেলপুকুর এলাকায় আন্তনগর ‘তিতুমীর এক্সপ্রেস’ ট্রেন লাইনচ্যুত হওয়ায় সারা দেশের সঙ্গে রাজশাহী ও পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। আজ সোমবার সকাল সাড়ে ছয়টার দিকে রাজশাহী-চিলাহাটি রুটে চলাচলকারী এই ট্রেনটি লাইনচ্যুত হয়।
ট্রেনটি রাজশাহী স্টেশন থেকে ছেড়ে আসার কিছুক্ষণ পর বেলপুকুরে লাইনচ্যুত হয়। রাজশাহী রেলওয়ে স্টেশন ব্যবস্থাপক মঈন উদ্দিন আজাদ জানিয়েছেন, ট্রেনটির দুটি চাকা রেললাইনের বাইরে চলে গেছে।
উদ্ধারকাজ শুরু হয়েছে এবং তা চলমান রয়েছে। তবে লাইনচ্যুতির কারণে সকাল থেকেই রাজশাহী স্টেশন থেকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
রাজশাহী স্টেশনে বনলতা এক্সপ্রেস ও সিল্কসিটি এক্সপ্রেস আটকে আছে। এই ট্রেন দুটি যথাক্রমে সকাল ৭টা ও সাড়ে ৭টায় ঢাকার উদ্দেশে ছাড়ার কথা ছিল। তবে আপাতত ঢাকা থেকে রাজশাহীগামী ট্রেনগুলো স্বাভাবিকভাবে চলাচল করছে।
পরিস্থিতি স্বাভাবিক করতে কত সময় লাগতে পারে, তা এখনও জানা যায়নি। রেলপথের কর্মকর্তারা সমস্যার সমাধানে কাজ করছেন।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.