বিনা অভিযোগে আটক এক আইনজীবীর মুক্তির দাবিতে নীলফামারীতে পুলিশ সুপারের (এসপি) কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছেন জেলা আইনজীবীরা।
সোমবার (৩ জুন) রাত সাড়ে ১০টা থেকে শুরু হওয়া এ কর্মসূচি চলে কয়েক ঘণ্টা। এরপর মধ্যরাতেই মুক্তি পেয়েছে ওই আইনজীবী।
জানা যায়, ডিমলার বালাপাড়া গ্রামের আইনজীবী আসাদুজ্জামান আসাদকে বিকেলে পুলিশ আটক করলে জেলা আইনজীবী সমিতির সদস্যরা ক্ষুব্ধ হন। রাতেই বিপুলসংখ্যক আইনজীবী এসপি অফিসের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন।
তাদের অবস্থানের কারণে ডিসি মোড় থেকে সার্কিট হাউজ সড়ক পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে পড়ে, জনদুর্ভোগ চরমে ওঠে। আন্দোলনের মুখে প্রশাসন আলোচনায় বসে। দীর্ঘ আলোচনা ও চাপের মুখে পুলিশ আসাদুজ্জামানকে মুক্তি দেয়।
আইনজীবীরা জানান, অভিযুক্ত পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পাওয়ার পর তারা আন্দোলন প্রত্যাহার করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আসাদুজ্জামান আওয়ামী লীগ সংশ্লিষ্ট হলেও সম্প্রতি ‘জুলাই বৈষম্য বিরোধী ছাত্রজনতা’র সঙ্গে সক্রিয় ছিলেন।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে এলাহি জানান, আটক আইনজীবীকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.