সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ এক হাজার ফিলিস্তিনিকে হজে আমন্ত্রণ জানানোর ঘোষণার পর, প্রথম ধাপে পৌঁছানো ফিলিস্তিনি হাজিদের হৃদয়গ্রাহী অভ্যর্থনা জানিয়েছে ইসলামিক অ্যাফেয়ার্স মন্ত্রণালয়। মক্কা ও মদিনার পবিত্র মসজিদ পরিচালনা কমিটির পক্ষ থেকে এই অভ্যর্থনার আয়োজন করা হয়।
ছবিতে দেখা যায়, হুইলচেয়ারে বসা এক প্রবীণ মহিলা হাজিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হচ্ছে। আমন্ত্রিত হাজিদের হাতে তুলে দেওয়া হচ্ছে বিভিন্ন উপহারসামগ্রী ও সৌজন্য প্যাকেট। উপস্থিত ছিলেন সৌদি আরবের বিভিন্ন মিডিয়ার প্রতিনিধি, যারা এই মহতী উদ্যোগের প্রতিটি মুহূর্ত ক্যামেরাবন্দী করেন।
ফিলিস্তিনের শহীদ, বন্দী ও আহতদের পরিবারের সদস্যদের নিয়ে এই উদ্যোগ সৌদি আরবের মানবিকতা ও মুসলিম ঐক্যের প্রতীক হয়ে উঠেছে। এতে ফিলিস্তিনিদের প্রতি সৌদি সরকারের দীর্ঘদিনের সহানুভূতির আরও এক উজ্জ্বল বহিঃপ্রকাশ ঘটল।
ফিলিস্তিনের ধর্মমন্ত্রী হাতিম আল-বাকারি বলেন, ‘এই আমন্ত্রণ শুধু অর্থনৈতিক বা ধর্মীয় সহায়তা নয়, বরং এটি আমাদের আত্মমর্যাদা ও ন্যায্য অধিকারের প্রতি সৌদি সরকারের অটল সমর্থনের প্রতীক।’
প্রসঙ্গত, হজ গেস্ট প্রোগ্রামের আওতায় প্রতিবছর সৌদি সরকারের অর্থায়নে অনেক মুসলিমকে হজ করানো হয়ে থাকে। এবার ফিলিস্তিনের প্রতি সৌদি বাদশাহর একান্ত উদ্যোগে এ সংখ্যাটি দাঁড়াল এক হাজারে, যা এক অভূতপূর্ব মানবিক উদাহরণ হয়ে থাকবে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.