নোয়াখালী জেলা শহর মাইজদীতে ব্যবসা প্রতিষ্ঠানে ভয়াবহ আগুনে ১২টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়। ফায়ার সার্ভিস তাৎক্ষণিক আগুনের কোনো কারণ জানাতে পারেনি।
শনিবার রাত সাড়ে ১২টার দিকে শহরের প্রধান সড়কের গণপূর্ত অফিসের বিপরীতে প্রধান সড়কের পাশে কয়েকটি মার্কেট ও মাইজদী হকার্স মার্কেটের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে। আগুনে প্রায় কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেন। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
নিউ মক্কা ক্লথ স্টোরের মালিক ওয়াহিদ উদ্দিন নীরব জানান, আগুনে তার ব্যবসা প্রতিষ্ঠানের প্রায় দেড় কোটি টাকার ক্ষতি সাধিত দিতে হয়েছে। একই সময় আগুনে খান স্টোর, সাইকেল মার্ট, বেবি টয়েস, লাকি স্টোর, নুপুর সুপার মার্কেটসহ ১২টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
স্থানীয়রা জানায়, শনিবার রাতে সবাই দোকান বন্ধ করে চলে যাওয়ার আধাঘণ্টা পর হঠাৎ মাইজদী হকার্স মার্কেট সংলগ্ন নূপুর মার্কেটে আগুনের ফুলকি দেখতে পায় স্থানীয় লোকজন। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২টি দোকান পুড়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও পুলিশ কাজ করেছে।
মাইজদী ফায়ার সার্ভিস স্টেশনের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ হারুন পাশা জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে এর আগে ১২টি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। তাৎক্ষণিক ক্ষতির পরিমাণ নিরূপণ সম্ভব হয়নি বলেও জানান তিনি।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.