টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশিবার শূন্য রানে আউট হওয়ার রেকর্ড এখন সাকিব আল হাসানের দখলে। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের হয়ে খেলাকালীন ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে শূন্য রানে আউট হওয়ার মাধ্যমে তিনি এই অসাধারণ(!) রেকর্ড গড়েছেন। টি-টোয়েন্টি ক্রিকেটে এটিই তার ৩২তম 'ডাক', যা তাকে বাংলাদেশের শীর্ষে নিয়ে গেছে। এর আগে এই রেকর্ডটি ছিল সৌম্য সরকারের নামে (৩১টি)।
সাকিবের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে উদ্বেগের কারণ রয়েছে। পিএসএলের কোয়ালিফায়ারে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে মাত্র দুই বল খেলে তিনি ক্যাচ তুলে দেন, রানের খাতা শূন্যেই থেকে যায়। বল হাতে তিন ওভারে ২৭ রান দিয়েও উইকেট শূন্য থাকেন তিনি।
বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সাকিব (৩২) ও সৌম্য (৩১)-এর পরেই রয়েছেন ইমরুল কায়েস (২২), তামিম ইকবাল (২০) এবং মুশফিকুর রহিম (১৯)। তবে বিশ্ব পর্যায়ে এই তালিকায় শীর্ষে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারিন (৪৮টি ডাক), এরপরেই আছেন রশিদ খান (৪৫), অ্যালেক্স হেলস (৪৪), গ্লেন ম্যাক্সওয়েল (৩৫) এবং রাইলি রুশো ও পল স্টার্লিং (৩৩)।
পিএসএলে সাকিবের যাত্রা মোটেই সুখকর হয়নি। অভিষেক ম্যাচেই আহমেদ দানিয়ালের প্রথম বলে বোল্ড হন তিনি। পরের ম্যাচে করাচি কিংসের বিপক্ষে বল হাতে ৪ রান দিয়ে একটি উইকেট নিলেও ব্যাটিংয়ে সুযোগ পাননি। তবে তার দল লাহোর কালান্দার্স ফাইনালে জায়গা করে নিয়েছে, যেখানে রিশাদ হোসেনের বোলিং গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
সাকিবের ব্যাটিং ফর্ম ফিরে পাওয়া এখন বাংলাদেশের ক্রিকেট ভক্তদের প্রধান চাওয়া। তবে অন্তত এক ব্যাপারে তিনি সৌম্য সরকারকে স্বস্তি দিয়েছেন—টি-টোয়েন্টিতে 'ডাক'-এর রেকর্ড এখন তার হাতে!
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.