গাজায় মানবিক সহায়তা পৌঁছাতে ইসরাইলি বাধার প্রতিবাদে যুক্তরাজ্য দেশটির সঙ্গে নতুন মুক্ত বাণিজ্য চুক্তি আলোচনা স্থগিত করেছে। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি সরাসরি ইসরায়েলের রাষ্ট্রদূতকে এ সিদ্ধান্ত জানিয়েছেন।
এক বিবৃতিতে ল্যামি গাজায় লাখো মানুষের দুর্ভোগকে "ভয়াবহ ও মর্মান্তিক" বলে বর্ণনা করেন। তিনি ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়ে বলেন, "১১ সপ্তাহ ধরে চলা এই নির্মম অবরোধ অবিলম্বে তুলে নিন।" তিনি সতর্ক করে দেন, যদি ইসরাইল তার অবস্থান না বদলায়, যুক্তরাজ্য আরও কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবে।
যুক্তরাজ্যের এই সিদ্ধান্ত আন্তর্জাতিক সম্প্রদায়ে ইসরাইলের ওপর চাপ বাড়ানোর অংশ বলে দেখা হচ্ছে। গাজায় খাদ্য, পানি, ওষুধসহ মৌলিক সহায়তার মারাত্মক সংকট তৈরি হয়েছে, যা মানবাধিকার সংগঠনগুলো বারবার তুলে ধরছে।
ব্রিটেন ও ইসরাইলের মধ্যে বছরে বিলিয়ন পাউন্ডের বাণিজ্য হয়। এমন অর্থনৈতিক সম্পর্কের মধ্যেও লন্ডনের এই পদক্ষেপ কূটনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। এটি যুক্তরাজ্যের নীতিতে মানবিক ইস্যুকে প্রাধান্য দেওয়ার চিত্র ফুটে তুলেছে।
জাতিসংঘ ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ইতিমধ্যে গাজায় অবরোধ অবসান ও জরুরি সহায়তা পাঠানোর দাবি জানিয়ে আসছে। যুক্তরাজ্যের এই সিদ্ধান্ত সংঘাত নিরসনে কূটনৈতিক চাপ আরও বাড়িয়ে দিয়েছে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.