নীলফামারী সদরের যাদুরহাটে চাড়ালকাটা নদীর পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে ।
নিহতরা হলো, নতিফ চাপড়া বারাইপাড়ার মোহাম্মদ আব্দুর রহমান ছেলে রিফাত হোসেন (৮) ও মোহাম্মদ লোকমান হোসেন ছেলে নিয়াজউদ্দিন (৭)। দুজন সম্পর্কে চাচাতো ভাই।
মঙ্গলবার (২০ মে) দুপুরে সদর উপজেলার নতিফ চাপড়া বারাইপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান , মাদ্রাসা পড়ুয়া এই দুই ভাই দুপুর দুইটায় বাড়ির বাইরে খেলছিল। তিন থেকে সাড়ে তিনটায় সময় পরিবারের লোকজন তাদের খোঁজ শুরু করে মাদ্রাসায় পাঠানো জন্য। এরপর এলাকাবাসীর সহযোগিতায় খোঁজ চলতে থাকে। এক পর্যায়ে নদীর তীরবর্তী ডোবায় তাদের স্যান্ডেল পাওয়া যায়। স্যান্ডেলের সূত্র ধরে নদীর তীরে এগিয়ে শিশু দুটির মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চাপড়া ইউনিয়ন এর সদস্য আব্দুল্লাহ জানান, “কখন তারা নদীর পাড়ে চলে যায় কেউ বলতে পারে না। পরে এলাকাবাসী ও পরিবারের লোকজন খোঁজাখুঁজি করতে থাকলে,চাড়ালকাটা নদীতে গিয়ে লাশ খুঁজে পায়।"
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.