লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের জিরোপয়েন্ট (পোনাহাটি) এলাকায় বিপুল পরিমাণ সরকারি মাধ্যমিক স্তরের পাঠ্যবই বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২০ মে) বেলা ১১টার দিকে স্থানীয়দের সহায়তায় প্রায় সাড়ে ১২ মণ (প্রায় ১২ মণ ৫০ কেজি) বই উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, আটক ভ্যানে বই বহনের সময় সন্দেহ হলে তারা ভাঙারি ব্যবসায়ী আলী হোসেনকে আটক করেন। পরে পুলিশে খবর দিলে, কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বই বোঝাই ভ্যানটি জব্দ করে এবং আলী হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়।
আটক আলী হোসেন উপজেলার ভোটমারী ইউনিয়নের জামিরবাড়ি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, বইগুলো তিনি বিপ্লব নামে এক ভাঙারি ব্যবসায়ীর কাছ থেকে কিনেছেন। বিপ্লব আবার বই সংগ্রহ করেছেন আব্দুর রহমান নামে আরেক ভাঙারি ব্যবসায়ীর কাছ থেকে।
তবে, আব্দুর রহমান কীভাবে এতগুলো সরকারি বই সংগ্রহ করেছেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে। বইগুলোর মধ্যে রয়েছে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির বই ও নবম শ্রেণির দাখিল স্তরের বই। বইগুলো ২০২২, ২০২৩ ও ২০২৪ শিক্ষাবর্ষে সিলেবাস পরিবর্তনের কারণে বাতিল করা হয়েছিল।
এ ঘটনার প্রেক্ষিতে সরকারি বই বাইরে যাওয়ার পেছনে গাফিলতির অভিযোগে কালীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের হিসাব সহকারী তাহাজ্জুদ হোসেন ও অফিস সহায়ক তারিককে শোকজ নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে শিক্ষা অফিস সূত্রে জানা গেছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বদরুল হাসান জানান, “সরকারি বই বিক্রির তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা ব্যবস্থা নিয়েছি। আটক ব্যবসায়ীকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তবে পরবর্তী তদন্তে যাদের জড়িত থাকা প্রমাণিত হবে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.