আরব আমিরাতের কাছে ২০৬ রানের লক্ষ্য সহজভাবে chase করে নেয় মোহাম্মদ ওয়াসিমের ৮২ রান এবং হায়দার আলির শেষ মুহূর্তের ৬ বলে ১৫ রানের ইনিংসের সুবাদে। এতে তিন ম্যাচের সিরিজ ১-১ এ সমতায় ফিরেছে। এই হার নিয়ে বাংলাদেশ দলের মনখারাপের কথা স্বীকার করেছেন অধিনায়ক লিটন দাস।
ম্যাচ পরবর্তী আলোচনায় লিটন বলেন, "যেকোনো হারই বেদনাদায়ক। তবে আমরা এই উইকেটে ভালো ব্যাটিং করেছি। উইকেট বেশ ভালো ছিল, কিন্তু আমিরাতের ব্যাটাররা শিশিরের সুবিধা পেয়েছে। আমরা চেষ্টা করেছি, তবে ফিল্ডিং ও মিডল ওভারগুলিতে কিছু ভুল হয়েছে।"
তিনি আরও যোগ করেন, "ছোট মাঠে শিশিরের প্রভাব গুরুত্বপূর্ণ। বোলিংয়ে আরও হিসেবি হতে হবে এবং প্রতিটি ব্যাটসম্যানের জন্য আলাদা পরিকল্পনা নিতে হবে।"
নাহিদ রানার বোলিং নিয়ে তিনি কিছুটা অসন্তুষ্টি প্রকাশ করে বলেন, "নাহিদ রানা থেকে আমরা আরও ভালো আশা করেছিলাম, কারণ সে আগে ভালো করেছে। তবে ক্রিকেটে ভালো-খারাপ দিন থাকেই। আমরা আলোচনা করে আগামী ম্যাচের জন্য প্রস্তুত হব।"
প্রাথমিকভাবে দুই ম্যাচের সিরিজ থাকলেও দুই দলের ক্রিকেট বোর্ডের সম্মতিতে তৃতীয় ম্যাচ যোগ করা হয়। সিরিজের নিষ্পত্তিমূলক ম্যাচটি হবে আগামীকাল, ২১ মে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.