স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ব্যাচেলর অব ডেন্টাল সার্জারি (বিডিএস) কোর্সে দ্বিতীয় দফার মাইগ্রেশনের ফলাফল প্রকাশ করেছে। এতে অপেক্ষমাণ তালিকা থেকে ৪১ জন শিক্ষার্থী সরকারি ডেন্টাল ও মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে ভর্তির সুযোগ পেয়েছেন।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের চিকিৎসা শিক্ষা শাখার পরিচালক অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাইগ্রেশনের মাধ্যমে কিছু শিক্ষার্থী কলেজ পরিবর্তন করায় শূন্য আসন পূরণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। মনোনীত শিক্ষার্থীদের ১৮ থেকে ২৬ মে-র মধ্যে সংশ্লিষ্ট কলেজে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
বিজ্ঞপ্তিতে সতর্ক করে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি না হলে মাইগ্রেশনপ্রাপ্ত ও নতুন নির্বাচিত শিক্ষার্থীদের উভয় প্রতিষ্ঠানের ছাত্রত্ব বাতিল হয়ে যাবে। অর্থাৎ, তারা আর কোনো ডেন্টাল কলেজে পড়ার সুযোগ পাবেন না।
এই মাইগ্রেশনের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের পছন্দের কলেজে স্থানান্তর বা অপেক্ষারত অবস্থান থেকে ভর্তির সুযোগ পাচ্ছেন। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর ভর্তি সংক্রান্ত যেকোনো তথ্য তাদের অফিসিয়াল নোটিশে প্রকাশ করবে বলে জানানো হয়েছে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.