গাইবান্ধার চরাঞ্চলে ঘটে যাওয়া হত্যাকান্ডের সাথে জড়িত আসামীদের গ্রেফতারের দাবিতে উত্তাল নিহতের স্বজন ও স্থানীয় জনসাধারণ।
শনিবার (১৭ মে) সকালে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ৫ নং ফুলছড়ি ইউনিয়নের বাংলা বাজারে খোলাবাড়ী এলাকার আব্দুল করিম মেম্বার, ছমেদ আলী মেম্বার, আজহার আলী ও রহমত আলীর হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ করেন নিহতের স্বজন ও স্থানীয়রা।
এসময় উপস্থিত বক্তারা বলেন, সন্ত্রাসীরা নির্মমভাবে তাদের প্রতিবেশীদের হত্যা করেছে। তারা হত্যা মামলার আসামি হওয়ার পরও পুলিশের নাগালের বাহিরে রয়েছে। এমনকি হত্যা মামলার ৩ নং আসামী ফরহাদ হোসেন নতুন করে বিভিন্ন জনকে প্রাননাশের হুমকি দিয়ে আসছেন। তাদের ভয়ে বর্তমানে রাত্রে অনেকে বাসায় থাকতে পারছেন না। আরো বলেন, যদি আসামীদের দ্রুত গ্রেফতার না করা হয় তাহলে বৃহত্তর আন্দোলনেরও হুশিয়ারী দেন।
উল্লেখ্য, মামলার আসামীরা হলেন, জামাল বাদশা, ফরহাদ হোসেন, জাহাঙ্গীর আলম, মাইদুল ইসলাম, ফুলচান, জেলহক, আলমগীর হোসেন, আশরাফ, সাইজুদ্দিন, সাইফুল ইসলাম, আলমগীর হোসেন, আবু বক্কর সিদ্দিক, সাদ্দাম হোসেন, নবী মিয়া, ইসমাইল হোসেন, মো সাদ্দাম হোসেনসহ বেশ কয়েকজনের নামে থানায় মামলা করেন বাদী মোহাম্মদ আলী।
এই বিষয়ে ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, মামলাটি তদন্তাধীন আছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.