পেহেলগামকাণ্ডের ১৫ দিনের মাথায় পাকিস্তানে আক্রমণ চালায় ভারত। ‘অপারেশন সিঁদুর’ নামে পরিচালিত ওই অভিযানের পর দেশের সর্বত্রই ভারতীয় সেনাবাহিনীর জয়গান শুরু হয়। কিন্তু অভিযানের এক সপ্তাহ পর মুখ খুলে কটাক্ষের শিকার হলেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা অনিল কাপুর।
অপারেশন সিঁদুরের পর বলিউডের প্রথম সারির অভিনেতাদের নীরবতা নিয়ে প্রশ্ন ওঠে। অবশেষে সামাজিক মাধ্যমে একটি পোস্টে অনিল কাপুর লিখলেন,
“যেটা করার দরকার ছিল, সেটা করা হয়েছে। কোনো পরিবারের সদস্যদের মধ্যে মন কষাকষি হয় না। কিন্তু এটা দেশের বিষয়। তাই আমরা সবাই একসঙ্গে ছিলাম, আছি এবং থাকব।”
ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অনিল কাপুর। তিনি লেখেন,
“সশস্ত্র বাহিনীর কাছে আমি কৃতজ্ঞ। তারা সাহসের সঙ্গে আমাদের রক্ষা করেছেন। ভারত কিন্তু কিছু ভুলে যায় না। ভারত ক্ষমাও করে না। জয় হিন্দ। ভারতীয় সেনার জয় হোক।”
অনিল কাপুরের এই মন্তব্যের পরপরই সামাজিক মাধ্যমে কটাক্ষের ঝড় ওঠে। এক নেটিজেন মন্তব্য করেন, “হঠাৎ এতদিন পর ভারতীয় সেনার কথা মনে পড়ল বলিউড তারকার!”
আরেকজন লিখেছেন, “এক সপ্তাহ পর বলিউড তারকারা জেগে উঠেছেন। নিজেদের ভাবমূর্তি বাঁচানোর জন্য এখন মুখ খুলছেন।”
কেউ কেউ ব্যঙ্গ করে লেখেন, “আপনাকে অভিনন্দন! এতদিন পর জেগেছেন। এতটা দ্রুত প্রতিক্রিয়া দেওয়ার জন্য ধন্যবাদ!”
শুধু অনিল কাপুরই নন, একই কটাক্ষের শিকার হয়েছেন অভিনেতা কুণাল খেমুও। ‘অপারেশন সিঁদুর’-এর এক সপ্তাহ পর মুখ খোলায় তিনিও সমালোচিত হন।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.