রাশিয়া হুঁশিয়ারি দিয়ে বলেছে, তারা অন্তত আরও ২১ বছর লড়াই চালিয়ে যেতে প্রস্তুত। তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত ইউক্রেন শান্তি আলোচনায় রুশ প্রতিনিধিদলের প্রধান ও ক্রেমলিনের ঘনিষ্ঠ সহযোগী ভ্লাদিমির মেডিনস্কি এমন মন্তব্য করেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ এক প্রতিবেদনে জানিয়েছে, মেডিনস্কি ইউক্রেনীয় প্রতিনিধিদলকে বলেন, “আমরা যুদ্ধ চাই না। কিন্তু আমরা এক বছর, দুই বছর, এমনকি ২১ বছরও যুদ্ধ করতে প্রস্তুত। আমরা অতীতে সুইডেনের সঙ্গে ২১ বছর ধরে যুদ্ধ করেছি। আপনি কতদিন যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত?”
মেডিনস্কির বক্তব্যের মাধ্যমে ১৭০০ থেকে ১৭২১ সাল পর্যন্ত চলা গ্রেট নর্দার্ন যুদ্ধের প্রসঙ্গ টেনে আনা হয়েছে। পিটার দ্য গ্রেটের আমলে রাশিয়া সুইডেনের বিরুদ্ধে টানা ২১ বছর যুদ্ধ করেছিল। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও এর আগে নিজেকে পিটার দ্য গ্রেটের সঙ্গে তুলনা করেছেন।
তুরস্কের মধ্যস্থতায় অনুষ্ঠিত এ বৈঠক ৯০ মিনিটেরও বেশি সময় ধরে চলে। আলোচনার সবচেয়ে উল্লেখযোগ্য অর্জন ছিল যুদ্ধবন্দি বিনিময়ের বিষয়ে একটি চুক্তি। এর আওতায় উভয় পক্ষ এক হাজার বন্দি সেনা বিনিময়ে সম্মত হয়।
তবে ইউক্রেন অভিযোগ করেছে, রাশিয়া চারটি অঞ্চল থেকে ইউক্রেনীয় বাহিনী প্রত্যাহারের দাবি করেছে। যখন ইউক্রেনীয় প্রতিনিধিরা এই দাবির তীব্র বিরোধিতা করে, তখন রুশ আলোচকরা পাল্টা জবাব দেন, “পরের বার পাঁচটি অঞ্চল হবে।”
মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বৈঠকে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন। তিনি পুতিনকে পরোক্ষভাবে আমন্ত্রণ জানালেও পুতিন সেখানে যাননি।
বৃহস্পতিবার ট্রাম্প বলেন, “আমার সঙ্গে পুতিনের সাক্ষাৎ না হওয়া পর্যন্ত যুদ্ধবিরতি সফল হবে না।”
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.