মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি অর্থবিল কংগ্রেসে প্রাথমিক পর্যায়ে তার দলেরই পাঁচজন রিপাবলিকান সদস্যের বিরোধিতায় আটকে গেছে। ট্রাম্প নিজে এ বিলটিকে ‘বিশাল, সুন্দর বিল’ হিসেবে উল্লেখ করেছিলেন। তবে প্রাথমিক ধাক্কায় বিলটি পাসের সম্ভাবনা অনিশ্চিত হয়ে পড়েছে।
বিবিসি-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ব্যয় কমানোর দাবিতে ডেমোক্র্যাটদের সঙ্গে একত্রিত হয়ে পাঁচজন রিপাবলিকান বিলটির বিপক্ষে ভোট দেন। এতে করে ট্রাম্পের বাজেট কাটছাঁটের এজেন্ডা প্রথম পর্যায়েই বাধার সম্মুখীন হলো। ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, “রিপাবলিকান দলে দৃষ্টি আকর্ষক কারও দরকার নেই। কথা বলা বন্ধ করুন এবং এটি সম্পন্ন করুন।”
যদিও বিলটি প্রাথমিক পর্যায়ে ব্যর্থ হয়েছে, তবে পুরোপুরি শেষ হয়ে যায়নি। ট্রাম্প এখনো কংগ্রেস সদস্যদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছেন।
রিপাবলিকানদের মধ্যে বিলটির বিষয়ে মতবিরোধ রয়েছে। কিছু কট্টরপন্থি বাজেট কাটছাঁটকে আরও এগিয়ে নিতে চান, অন্যদিকে কেউ কেউ নিম্ন আয়ের আমেরিকানদের জন্য গুরুত্বপূর্ণ কর্মসূচি মেডিকএইড-এর ব্যয় কমানোর ব্যাপারে উদ্বিগ্ন।
হাউজ স্পিকার মাইক জনসন মেডিকএইড কর্মসূচিতে আরও ব্যয় কমানোতে রাজি না হলে বিরোধিতাকারী রিপাবলিকানরা বিলটির বিপক্ষে ভোট দেওয়া চালিয়ে যাবেন বলে জানিয়েছেন। টেক্সাসের রিপাবলিকান চিপ রায় বলেন, “আমাদের নির্বাচনি এলাকার অনেকেই এর ওপর নির্ভরশীল। আমরা একই সঙ্গে চাই যে, ডেমোক্র্যাটদের সময়ে চালু হওয়া ‘পরিবেশ বান্ধব জ্বালানিতে কর অব্যাহতি’ বাতিল করা হোক। এ বিলটি খুব দুর্বল।”
ডেমোক্র্যাটরা পুরোপুরিভাবে বিলটির বিপক্ষে অবস্থান নিয়েছেন। তারা স্বাস্থ্যসেবা কর্মসূচির ব্যয় কমানোর বিরোধিতা করছেন। পেনসিলভানিয়ার ডেমোক্র্যাট ব্রেনডান বয়লে বলেন, “এভাবে লাখ লাখ আমেরিকানের স্বাস্থ্যসেবার সুযোগ কেড়ে নেওয়া অতীতে কখনো ঘটেনি, এমনকি তীব্র মন্দার সময়েও না।”
কংগ্রেসের জয়েন্ট ট্যাক্স কমিটির তথ্য অনুযায়ী, বিলটি পাস হলে আগামী দশ বছরে কর ছাড়ের পরিমাণ দাঁড়াবে ৩.৭২ ট্রিলিয়ন ডলার। ট্রাম্প প্রস্তাবিত বিলে বকশিসের ওপর কর মওকুফের বিষয়টিও অন্তর্ভুক্ত করেছেন। তবে সমালোচকরা বলছেন, এই করছাড় মূলত ধনীদেরই সুবিধা দেবে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.