বলিউডের অন্যতম প্রতিভাবান অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী। অভিনয়ে বরাবরই মুগ্ধ করেছেন দর্শকদের। বাস্তব জীবনেও তিনি সোজাসাপ্টা কথা বলতেই পছন্দ করেন। ব্যক্তিজীবনের নানা বিতর্ক নিয়েও প্রকাশ্যে কথা বলতে পিছপা হন না। এবারও তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে।
বলিউড তারকারা প্রায়ই বিয়েবাড়ি বা ব্যক্তিগত অনুষ্ঠানে পারফর্ম করার প্রস্তাব পান। এ নিয়ে নানা রকমের মতামত রয়েছে। কেউ কেউ মনে করেন, অভিনেতা-অভিনেত্রীদের এসব অনুষ্ঠানে পারফর্ম করা উচিত নয়। আবার অনেকে বলেন, পারিশ্রমিক পাওয়া গেলে এতে দোষের কিছু নেই। সম্প্রতি এই বিষয়ে নিজের মতামত জানিয়েছেন নওয়াজউদ্দিন সিদ্দিকী।
একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নওয়াজউদ্দিন বলেন, “আমরা শিল্পী। এই কাজ না করার মতো তো কিছু হয়নি। কেন কেউ পারিশ্রমিক পেলে বিয়েবাড়ি কিংবা জন্মদিনের অনুষ্ঠানে পারফর্ম করবেন না?”
তিনি আরও বলেন, তারকাদের প্রতিটি কাজ নিয়ে সমালোচনা করা বন্ধ হওয়া উচিত। সমালোচকদের উদ্দেশ্যে নওয়াজউদ্দিন বলেন, “এটি বন্ধ হওয়া দরকার। আমরা শিল্পী, পারিশ্রমিক পেলে পারফর্ম করব—এতে দোষের কিছু নেই।”
এভাবেই নিজের মতামত স্পষ্ট করেছেন নওয়াজউদ্দিন সিদ্দিকী। তার এ বক্তব্য ইতিমধ্যেই বলিউডে আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.