গাইবান্ধার সাঘাটা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৫ মে) দুপুর ১টার দিকে উপজেলার কামালেরপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- কামালেরপাড়া গ্রামের আফজাল হোসেন (৫৫), মিলন মিয়া (২৫) ও মোশারফ হোসেন (২৮)।
স্থানীয় সূত্রে জানা গেছে, মিলন মিয়া নিজ বাড়ির টিনের ছাদে উঠে বাঁশঝাড় পরিষ্কারের কাজ করছিলেন। তার সঙ্গে ছিলেন গ্রাম সম্পর্কে চাচা আফজাল হোসেন। কাজ করার সময় টিনের ছাদে লেগে থাকা বৈদ্যুতিক তারে দুজনেই বিদ্যুৎস্পৃষ্ট হন। এরপর নিচ থেকে প্রতিবেশী মোশারফ হোসেন তাদের উদ্ধার করতে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।
মর্মান্তিক এই দূর্ঘটনার পর থেকে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদশাহ আলম বলেন, “ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছি । এটি অত্যন্ত দুঃখজনক একটি দুর্ঘটনা।’’
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.