কূটনৈতিক উত্তেজনার মধ্যেও এক ইতিবাচক পদক্ষেপ হিসেবে ভারত ও পাকিস্তান বুধবার সীমান্তে পারস্পরিকভাবে একে অপরের সীমান্তরক্ষী সদস্যদের হস্তান্তর করেছে। ঘটনাটি দুই দেশের মধ্যে ‘বিরল’ সদিচ্ছার নিদর্শন হিসেবে দেখা হচ্ছে।
দ্য এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে জানানো হয়েছে, পাকিস্তান সরকারের তরফ থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে ভারতীয় সীমান্ত নিরাপত্তা বাহিনী (বিএসএফ)-এর কনস্টেবল পূর্ণম কুমারকে। তিনি গত ২৩ এপ্রিল অনিচ্ছাকৃতভাবে পাকিস্তানের গণ্ডা সিং ওয়ালা/ফিরোজপুর সেক্টরে প্রবেশ করেছিলেন এবং পাকিস্তান রেঞ্জার্সের হাতে আটক হন।
অন্যদিকে, ভারতীয় বিএসএফ কর্মকর্তারা পাকিস্তান রেঞ্জার্সের সদস্য মোহাম্মদউল্লাহ-কে পাকিস্তানি কর্তৃপক্ষের কাছে ফিরিয়ে দেন। তিনি অনুরূপভাবে সীমান্ত অতিক্রম করে ভারতের ভেতরে চলে এসেছিলেন এবং গ্রেফতার হন।
উভয় পক্ষের সীমান্ত বাহিনীর মধ্যে একাধিক ‘পতাকা বৈঠক’-এর মাধ্যমে আলোচনা শেষে আজ সকালে দুই দেশের প্রতিনিধিরা সীমান্তে আনুষ্ঠানিকভাবে উভয় সদস্যকে নিজ নিজ দেশের হাতে হস্তান্তর করেন।
ভারতের সীমান্ত নিরাপত্তা বাহিনী এক বিবৃতিতে জানায়, কনস্টেবল পূর্ণম কুমারকে পাকিস্তান রেঞ্জার্স নিরাপদে ফেরত দিয়েছে। আমরা এ পদক্ষেপকে স্বাগত জানাই এবং এটিকে একটি ইতিবাচক বার্তা হিসেবে দেখি।
বিশ্লেষকদের মতে, কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েনের সময়ে এ ধরনের বিনিময় পারস্পরিক আস্থা গড়ে তোলার ক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখতে পারে। সাম্প্রতিক সীমান্ত সংঘর্ষ এবং ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে এই সেনা বিনিময় ঘটনাটি দুই দেশের সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে একটি ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.