পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে আলোচনায় রাজি হয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রধান ইমরান খান। বৃহস্পতিবার (১৫ মে) জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে এবার নতুন মোড় নিতে যাচ্ছে। কারাবন্দি ইমরান খান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের আলোচনার প্রস্তাবে সম্মতি দিয়েছেন। গত সোমবার আদিয়ালা জেলে ইমরান খানের সঙ্গে দেখা করে দলের বর্তমান চেয়ারম্যান ব্যারিস্টার গহর আলী খান এই প্রস্তাব পৌঁছে দেন। সেসময় ইমরান খান আলোচনার অনুমতি দেন বলে নিশ্চিত করেছে বিশ্বস্ত সূত্র।
তবে ইমরান খান স্পষ্টভাবে জানিয়েছেন, আলোচনাটি গোপনীয়ভাবে এবং গণমাধ্যমের উপস্থিতি ছাড়াই হওয়া উচিত। এতে করে আলোচনার ফলপ্রসূ সিদ্ধান্তে পৌঁছানো সহজ হবে। পিটিআই এর ঘনিষ্ঠ সূত্র জানায়, অতীতে গণমাধ্যমে অতিরিক্ত প্রচারের কারণে আলোচনা ব্যর্থ হয়েছিল। তাই এবার তারা আলোচনা প্রক্রিয়া কৌশলী ও নীরবে পরিচালনা করতে চায়।
পিটিআই আরও জানায়, ইমরান খান চান আলোচনায় সেনাবাহিনীর সমর্থন থাকুক। দলটি সরকারকে আনুষ্ঠানিকভাবে আলোচনায় এগোনোর জন্য আহ্বান জানাবে।
এর আগে, জাতীয় পরিষদে দেওয়া এক বক্তব্যে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ পিটিআইকে জাতীয় সংলাপে যোগ দেওয়ার আহ্বান জানান। ব্যারিস্টার গহর সেই প্রস্তাবকে স্বাগত জানালেও পিটিআই জানায়, ইমরান খানের সম্মতি ছাড়া কোনও অগ্রগতি সম্ভব নয়।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.