ভারতের সঙ্গে সাম্প্রতিক উত্তেজনার মধ্যে পাকিস্তানে গুগলে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে এক সামরিক ব্যক্তিত্বকে। তিনি হলেন পাকিস্তান বিমান বাহিনীর (পিএএফ) এয়ার ভাইস মার্শাল আওরঙ্গজেব আহমেদ। সাম্প্রতিক সময়ে তিনি সামরিক বাহিনীর গর্ব এবং পাকিস্তানিদের আবেগের প্রতীক হয়ে উঠেছেন।
ভারতের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির পর আওরঙ্গজেব আহমেদ তার সংযত ও শান্ত আচরণের জন্য অনলাইনে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন। শুধু যুদ্ধক্ষেত্রেই নয়, বরং সাম্প্রতিক সংবাদ সম্মেলনেও তার দৃঢ় ও প্রভাবশালী উপস্থিতি তাকে আরও পরিচিত করে তুলেছে।
গুগল ট্রেন্ডসের তথ্যমতে, গত ১২ মে দিবাগত রাত ২টার দিকে পাকিস্তানে ‘আওরঙ্গজেব’ শব্দটি সবচেয়ে বেশি খোঁজা হয়েছে। তখন থেকে তার নামটি শীর্ষ অনুসন্ধানে রয়েছে। মূলত এক সংবাদ সম্মেলনে তার উপস্থাপনা ও আত্মবিশ্বাসী বক্তৃতার পর থেকেই তিনি ভাইরাল হয়েছেন।
ওই সংবাদ সম্মেলনে আওরঙ্গজেব আহমেদ এবং নৌবাহিনীর ভাইস অ্যাডমিরাল রাজা রব নওয়াজ উপস্থিত ছিলেন। ভারতীয় হামলার পর পাকিস্তানের পালটা হামলায় সামরিক বাহিনীর সক্ষমতা ও আত্মবিশ্বাস তুলে ধরার জন্যই ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল।
ওই সম্মেলনে আওরঙ্গজেব আহমেদ বলেন, ‘আমি এয়ার ভাইস মার্শাল এবং আমি গতকাল যেখানে শেষ করেছিলাম সেখান থেকে শুরু করব।’ তার এই সংযত বক্তব্য এবং আত্মবিশ্বাসী উপস্থাপন সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলে।
এছাড়া #NationalCrush, #RafaleHunter এবং #PAFSwag এর মতো হ্যাশট্যাগগুলোও সামাজিক মাধ্যমে জনপ্রিয় হয়ে ওঠে।
তথ্যসূত্র: দুনিয়া নিউজ
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.