ফ্রান্সে ৭৮তম কান চলচ্চিত্র উৎসব শুরু হয়েছে গত মঙ্গলবার, ১৩ মে। প্রতিবারের মতো এবারও লালগালিচায় বলিউড তারকাসহ বিশ্বের নানা প্রান্তের জনপ্রিয় তারকারা উপস্থিত থাকবেন। এ বছর কানে দেখা যাবে হলিউড অভিনেতা টম ক্রুজ, রবার্ট ডি নিরো, ওয়েস অ্যান্ডারসনের মতো বিশ্বখ্যাত তারকাদের। এছাড়া প্রতিযোগিতায় মনোনীত হয়েছে বিশ্বজুড়ে নির্বাচিত অসাধারণ ২২টি সিনেমা। ২৪ মে শেষ হবে এই মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব।
এই উৎসব শুধু সিনেমার প্রতিযোগিতা নয়, বরং এটি তারকাদের ফ্যাশন ও সৌন্দর্যেরও প্রতিযোগিতা। কানের লালগালিচায় উপস্থিত তারকারা নিজেদের সবচেয়ে আকর্ষণীয় ও চমকপ্রদ পোশাক পরে হাজির হন। বিশেষ করে অভিনেত্রীরা প্রায়ই খোলামেলা পোশাক পরে নিজেদের আলাদাভাবে উপস্থাপন করার চেষ্টা করেন। তবে এবার বদলে গেছে সেই চিত্র।
এবারের কান উৎসবে নগ্নতা বা অতিরিক্ত খোলামেলা পোশাক নিষিদ্ধ করা হয়েছে। কানের লালগালিচায় এবার কেউই নগ্ন বা অত্যন্ত স্বচ্ছ পোশাকে হাজির হতে পারবেন না। ২০২২ সালে এক বিক্ষোভকারী লালগালিচায় টপলেস হয়ে উপস্থিত হওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া বছরের শুরুতে গ্র্যামি অনুষ্ঠানে বিয়াঙ্কা সেনসোরির অতিরিক্ত স্বচ্ছ পোশাক পরার ঘটনাও এই সিদ্ধান্তের পেছনে ভূমিকা রেখেছে।
ফরাসি আইন ও উৎসবের প্রাতিষ্ঠানিক কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে কান উৎসব কর্তৃপক্ষ আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেছে। এতে স্পষ্ট করে বলা হয়েছে, পোশাক নিয়ন্ত্রণের উদ্দেশ্য নয়, বরং লালগালিচায় পূর্ণ নগ্নতা নিষিদ্ধ করাই মূল লক্ষ্য। এছাড়া, দীর্ঘ ও অতিরিক্ত প্রশস্ত পোশাক পরা যাবে না, যা অন্য অতিথিদের চলাচলে বিঘ্ন ঘটাতে পারে। এমনকি স্ক্রিনিং রুমে বসার ব্যবস্থাও জটিল করে তুলতে পারে।
গালা স্ক্রিনিং চলাকালীন টোট ব্যাগ, ব্যাকপ্যাক এবং বড় ব্যাগও নিষিদ্ধ করা হয়েছে। উৎসবের এই নতুন নিয়মাবলী তারকাদের পোশাক নির্বাচনে সতর্কতা অবলম্বন করতে বাধ্য করবে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.