চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) সম্প্রতি সম্মানসূচক ডি-লিট ডিগ্রি প্রদান করেছে বিখ্যাত অর্থনীতিবিদ ও সমাজকর্মী ড. মুহাম্মদ ইউনূসকে।
বুধবার (১৪ মে) চবির পঞ্চম সমাবর্তন অনুষ্ঠানে তাকে এই সম্মানজনক ডিগ্রি দেওয়া হয়। সমাবর্তন অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা হিসেবে বক্তৃতা করেন ড. ইউনূস। এছাড়া, ২২ হাজার ৫৬০ জন গ্র্যাজুয়েট এই অনুষ্ঠানে অংশ নেন এবং ২২ গবেষককে পিএইচডি ও ১৭ জনকে এমফিল ডিগ্রি প্রদান করা হয়। স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করা শিক্ষার্থীরা উপাচার্যের স্বাক্ষরিত সনদও গ্রহণ করেন।
এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার এবং বিশ্ববিদ্যালয় মুঞ্জরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস. এম. এ. ফায়েজ। প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানসহ অন্যান্য উপদেষ্টা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ সমাবর্তন ২০১৬ সালে অনুষ্ঠিত হয়েছিল। সমাবর্তনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছিল।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.