যুদ্ধবিরতি সত্ত্বেও থেমে নেই পাকিস্তান-ভারত উত্তেজনা। এবার দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক আরও জটিল হয়ে উঠেছে। পাকিস্তান এবং ভারত একে অপরের হাইকমিশনের কর্মকর্তাকে ‘অবাঞ্ছিত ব্যক্তি’ ঘোষণা করে ২৪ ঘণ্টার মধ্যে তাদের নিজ নিজ দেশ ত্যাগের নির্দেশ দিয়েছে।
মঙ্গলবার (১৪ মে) দ্য এক্সপ্রেস ট্রিবিউনে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে যে, ইসলামাবাদে নিযুক্ত ভারতের হাইকমিশনের একজন কর্মকর্তাকে তার কার্যকলাপের জন্য বহিষ্কার করা হয়েছে। তাকে অভিযোগ করা হয়েছে যে, তিনি তার মর্যাদার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ কার্যকলাপে জড়িত ছিলেন। পাকিস্তান তাকে ২৪ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে।
পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ভারতীয় চার্জ দ্য’অ্যাফেয়ার্সকে ডেকে এনে আনুষ্ঠানিক প্রতিবাদ (ডেমার্শ) জানানো হয়েছে এবং তার বিরুদ্ধে নেওয়া সিদ্ধান্তের কথা অবহিত করা হয়েছে।
এছাড়া, ভারতও একই ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, নয়াদিল্লিতে নিযুক্ত পাকিস্তান হাইকমিশনের একজন কর্মকর্তাকে তার কূটনৈতিক মর্যাদার পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। তাকে ২৪ ঘণ্টার মধ্যে ভারত ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগের বিস্তারিত কিছু জানায়নি।
এই পাল্টাপাল্টি সিদ্ধান্ত দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা আরও তীব্র হতে পারে, এমন আশঙ্কা তৈরি করেছে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.