কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারে কপিরাইট লঙ্ঘন ও শিল্পীর সৃষ্টিশীলতা হুমকির মুখে পড়ছে—এমন আশঙ্কায় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে চিঠি দিয়েছেন এলটন জন, ডুয়া লিপা, ইয়ান ম্যাককেলেন, ফ্লোরেন্স ওয়েলচ, পল ম্যাকার্টনি সহ ৪০০-এর বেশি শিল্পী, লেখক ও নির্মাতা। তাদের মতে, সরকারের সুরক্ষা না থাকলে তাদের কাজ প্রযুক্তি কোম্পানিগুলোর কাছে কার্যত বিনামূল্যে পৌঁছে যাবে।
চিঠিতে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, ‘মৌলিক শিল্পের পাওয়ার হাউজ হিসাবে যুক্তরাজ্যের অবস্থানও ঝুঁকিতে রয়েছে।’ শিল্পীরা হাউজ অব লর্ডসের ব্যারোনেস বিবান কিড্রনের প্রস্তাবিত সংশোধনীর প্রতি সমর্থন জানিয়েছেন। এই সংশোধনীটি এআই মডেল প্রশিক্ষণে কপিরাইটপ্রাপ্ত উপাদান ব্যবহারের জন্য লাইসেন্স বাধ্যতামূলক করার পরিকল্পনা করছে।
সরকার জানিয়েছে, তারা এমন একটি প্যাকেজ বিবেচনা করছে যা শিল্পী ও প্রযুক্তি খাত উভয়ের জন্য উপকারী হবে। তবে শিল্পী ও নির্মাতারা স্পষ্ট নীতিমালার দাবি জানিয়ে বলেন, ‘আমরাই জাতীয় গল্প তুলে ধরি, উদ্ভাবন করি; আমাদের সৃষ্টির মূল্য দিতে হবে।’
চিঠিতে আরও স্বাক্ষর করেছেন কাজুও ইশিগুরো, কেট বুশ, কোল্ডপ্লে, রিচার্ড কার্টিস ও টম স্টপার্ড।
এর আগে, এআই নিয়ে উদ্বেগ জানিয়ে একটি ‘নীরব অ্যালবাম’ প্রকাশ করেছিলেন অ্যানি লেনক্স ও ডেমন অ্যালবার্ন। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, আইন কঠোর হলে উদ্ভাবন বিদেশে সরে যেতে পারে, যা অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.