বাহরাইনের প্রতিরক্ষামন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল আব্দুল্লাহ বিন হাসান আল নুআইমির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার।
মঙ্গলবার (১৩ মে) স্থানীয় সময়ে বাহরাইনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়।
এ সময় উভয়পক্ষ বাংলাদেশ ও বাহরাইনের মধ্যে প্রতিরক্ষা খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দেন। এছাড়া প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন ও নিরাপত্তা বিষয়ক অভিজ্ঞতা বিনিময়ের সম্ভাব্য ক্ষেত্রগুলো নিয়েও আলোচনা হয়।
বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.