বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সতর্কবার্তা দিয়ে জানিয়েছে, মঙ্গলবার (১৩ মে) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের আটটি অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টি হতে পারে।
ঝুঁকিপূর্ণ অঞ্চলগুলোর মধ্যে রয়েছে রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল, কুমিল্লা, নোয়াখালী, বরিশাল ও সিলেট। এসব এলাকায় পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কিছু অংশে এবং রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-একটি স্থানে বিক্ষিপ্তভাবে বজ্রসহ বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর এসব এলাকার নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.