আপিল বিভাগের চেম্বার আদালত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রদানকারী প্রতিষ্ঠান 'নগদ'-এ প্রশাসক নিয়োগের বিষয়ে হাইকোর্টের রায় আট সপ্তাহের জন্য স্থগিত করেছেন। এর ফলে নগদে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত বর্তমানে অবৈধ বলে বিবেচিত হচ্ছে।
গত ৭ মে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এ আদেশ দেন এবং আবেদনকারীকে আট সপ্তাহের মধ্যে লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) দাখিলের নির্দেশ দেন। আবেদনকারী পক্ষের আইনজীবীরা জানিয়েছেন, আদেশের অনুলিপি।
এর আগে, নগদের স্বতন্ত্র পরিচালক মো. শাফায়েত আলম প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে ২০২৩ সালের ২ সেপ্টেম্বর হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন। গত ১৬ ফেব্রুয়ারি হাইকোর্ট রিটটি গ্রহণযোগ্য নয় বলে খারিজ করে দেন, এতে উল্লেখ করা হয় যে বাংলাদেশ ব্যাংক আইন অনুসারে প্রশাসক নিয়োগ দিয়েছে।
হাইকোর্টের রায়ের বিরুদ্ধে শাফায়েত আলম আপিল বিভাগে আবেদন করেন, যা গত ৭ মে শুনানি হয়। চেম্বার আদালত রায় স্থগিত করে পরবর্তী আদেশের জন্য সময় দেন।
আবেদনকারী পক্ষের আইনজীবী জামিলুর রহমান জানান, "হাইকোর্টের রায় স্থগিত হওয়ায় আপাতত প্রশাসক তার দায়িত্ব পালন করতে পারবেন না।"
২০২৩ সালের ২১ আগস্ট বাংলাদেশ ব্যাংক নগদে প্রশাসক নিয়োগ দেয়। এরপর শাফায়েত আলম রিট করে প্রশাসক নিয়োগের আইনি ভিত্তি চ্যালেঞ্জ করেন। হাইকোর্ট ১৭ সেপ্টেম্বর রুল জারি করেন এবং ১৮ ডিসেম্বর প্রশাসকের কার্যক্রমে স্থিতাবস্থা বজায় রাখার আদেশ দেন। তবে ফেব্রুয়ারিতে হাইকোর্ট রুল খারিজ করলে বিষয়টি আপিল বিভাগে উঠে।
এখন, আপিল বিভাগের আদেশের পর নগদের প্রশাসক নিয়োগের বিষয়টি আবারও আইনি আলোচনায় এসেছে। আগামী আট সপ্তাহের মধ্যে আবেদনকারীর আপিল দাখিলের উপর বিষয়টির গতি নির্ভর করবে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.