ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সীমান্ত উত্তেজনার মধ্যে আফগানিস্তান ও পাকিস্তানের পশ্চিম সীমান্তে শান্তি বজায় রাখতে কূটনৈতিক অগ্রগতি অর্জিত হয়েছে। কাবুলে অবস্থানরত পাকিস্তানের আফগানবিষয়ক বিশেষ দূত মোহাম্মদ সাদিক খান জানিয়েছেন, আফগান তালেবান সরকারের কাছ থেকে শান্তিপূর্ণ সীমান্ত ব্যবস্থাপনার প্রতিশ্রুতি আদায় করা সম্ভব হয়েছে।
সোমবার (১২ মে) পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
এই প্রেক্ষাপটে কাবুলে অনুষ্ঠিত হয়েছে চীন, পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে ত্রিপাক্ষিক বৈঠকের প্রথম পর্ব। বৈঠকে আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা, চীনের ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ’-এ আফগানিস্তানের অন্তর্ভুক্তি, এবং চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর (সিপিইসি) সম্প্রসারণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকটি অনুষ্ঠিত হয় কাবুলের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। এতে অংশ নেন আফগান স্বরাষ্ট্রমন্ত্রী খলিফা সিরাজউদ্দিন হাক্কানি, চীনের আফগানবিষয়ক বিশেষ দূত ইউ শিয়াওয়েইং এবং পাকিস্তানের বিশেষ দূত মোহাম্মদ সাদিক।
আফগান স্বরাষ্ট্রমন্ত্রী হাক্কানি বলেন, “আঞ্চলিক সম্পর্ক জোরদার এবং অর্থনৈতিক ও রাজনৈতিক অগ্রগতি অর্জনের জন্য পারস্পরিক শ্রদ্ধা ও গঠনমূলক সম্পৃক্ততা অপরিহার্য।” তিনি আরও বলেন, ভারত-পাকিস্তান উত্তেজনার প্রেক্ষাপটে আফগান-পাকিস্তান সীমান্তে শান্তি বজায় রাখা হবে।
চীন ও পাকিস্তান তাদের বক্তব্যে আফগানিস্তানের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ প্রতিবেশী সম্পর্ক ও সহযোগিতা জোরদারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে। তারা জানায়, ভবিষ্যতে ত্রিপাক্ষিক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ষষ্ঠ বৈঠকও কাবুলেই অনুষ্ঠিত হবে।
এই সফরের অংশ হিসেবে চীন ও পাকিস্তানের বিশেষ দূতরা আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে নিরাপত্তা, আঞ্চলিক স্থিতিশীলতা এবং অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়। আফগান পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানকে অব্যাহত সমর্থনের আশ্বাস দেন।
পরবর্তীতে আফগান বাণিজ্যমন্ত্রী নুরউদ্দিন আজিজির সঙ্গেও বৈঠক করেন দুই দেশের দূতরা। এই বৈঠকে সিপিইসি সম্প্রসারণসহ বিভিন্ন বাণিজ্যিক ও অর্থনৈতিক ইস্যুতে আলোচনা হয়।
বৈঠকের পর পাকিস্তানি দূত মোহাম্মদ সাদিক জানান, “আমরা বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে গঠনমূলক আলোচনা করেছি। বিশেষ করে ২০২৩ সালের মে মাসে ইসলামাবাদে অনুষ্ঠিত পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, সিপিইসি-কে আফগানিস্তানে সম্প্রসারণের বিষয়ে আমরা সম্মত হয়েছি।”
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.