পবিত্র কাবাঘর দেখার সৌভাগ্য অর্জন করা মুমিনের জীবনের স্মরণীয় মুহূর্ত। এ সময়ে মহান আল্লাহর কাছে বিনীতভাকে দোয়া করা কর্তব্য। রাসুল (সা.) যখন কাবাঘর দেখতে পেতেন তখন তিনি এই ঘরের সম্মান-মর্যাদা বৃদ্ধির জন্য দোয়া করতেন। হাদিস শরিফে এসেছে, রাসুলুল্লাহ (সা.) মসজিদুল হারাম দেখে দুই হাত আকাশের দিকে তুলে এই দোয়া পড়তেন-
اَللهُمَّ زِدْ هَذَا الْبَيْتَ تَعْظِيْمًا وَ تَشْرِيْفًا وَ تَكْرِيْمًا وَ مَهَابَةً وَ زِدْ مَنْ شَرَّفَهُ وَ كَرَّمَهُ مِمَّنْ حَجَّهُ اَوِ اعْتَمَرَهُ تَشْرِيْفًا وَ تَكْرِيْمًا وَ تَعْظِيْمًا وَ بِرًّا
উচ্চারণ : আল্লাহুম্মা যিদ হাজাল বাইতা তা’জিমান ওয়া তাশরিফান ওয়া তাকরিমান ওয়া মাহাবাতান; ওয়া যিদ মান শাররাফাহু, ওয়া কাররামাহু মিম্মান হাজ্জাহু আওয়ি’তামারাহু তাশরিফান ওয়া তাকরিমান ওয়া তাজিমান ওয়া বিররা।
অর্থ : হে আল্লাহ! তুমি এ ঘরের মান-মর্যাদা ও সম্মান-মহিমা বৃদ্ধি করে দাও। যারা হজ করে, ওমরা করে এবং এই ঘরকে তাযিম ও সম্মান করে তাদেরও ইজ্জত, সম্মান ও মর্যাদা ও ছাওয়াব বাড়িয়ে দাও।
হাদিস : হুজাইফা বিন উসাইদ আল-গিফারি (রা.) থেকে বর্ণনা করেছেন, রাসুল (সা.) যখন পবিত্র কাবাঘর দেখতে পেতেন তখন তিনি এই দেয়া করতেন। (তাবারানি, হাদিস : ৬১৩২)
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.