টানা কয়েকদিনের সংঘর্ষ ও হামলা-পাল্টা হামলার পর যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ভারত ও পাকিস্তান। দুই দেশই যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করেছে।
ভারত ঘোষণা করেছে যে, শনিবার বিকাল পাঁচটা থেকে স্থল, বিমান ও নৌবাহিনীর পক্ষ থেকে পাকিস্তানের দিকে সব ধরনের গুলি চালানো বন্ধ রাখা হবে। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি জানিয়েছেন, পাকিস্তানের ডিরেক্টর জেনারেল মিলিটারি অপারেশন্স (ডিজিএমও) শনিবার ভারতীয় সময় বিকাল ৩টা ৩৫ মিনিটে ভারতের ডিজিএমও-কে ফোন করেন। আলোচনার পর দুই পক্ষই সিদ্ধান্ত নেয়, বিকাল পাঁচটা থেকে সব ধরণের সামরিক কর্মকাণ্ড বন্ধ রাখা হবে।
এ বিষয়ে দুই পক্ষকেই তাৎক্ষণিক নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া, ১২ মে, সোমবার দুপুর ১২টায় পুনরায় দুই ডিজিএমওর মধ্যে আলোচনা হবে বলে জানান বিক্রম মিশ্রি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সামাজিক মাধ্যম ট্রুথ-এ ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন। তিনি লিখেছেন, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ রাতভর আলোচনার পর ভারত ও পাকিস্তান তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।
ট্রাম্প আরও বলেন, নিজেদের বুদ্ধিমত্তা ও বিচক্ষণতা প্রদর্শন করায় দুই দেশকে অভিনন্দন।
এছাড়া, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওও যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি এক্সে (পূর্বে টুইটার) লিখেছেন, শান্তি প্রতিষ্ঠার পথ বেছে নেওয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের প্রজ্ঞা ও রাষ্ট্রনায়কত্বের প্রশংসা করছি।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.