ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সংঘর্ষের মধ্যে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান উভয় দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে আলোচনায় প্রিন্স ফয়সাল চলমান সংঘর্ষ বন্ধ ও উত্তেজনা কমানোর উপায় নিয়ে আলোচনা করেছেন।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এক বিবৃতিতে এ বৈঠকের তথ্য নিশ্চিত করেছে। বিবৃতিতে জানানো হয়, গত রাতে ভারতের হামলার পরবর্তী পরিস্থিতি এবং পাকিস্তানের প্রতিশোধমূলক পদক্ষেপ সম্পর্কে ইসহাক দার সৌদি পররাষ্ট্রমন্ত্রীকে অবহিত করেন।
সৌদি পররাষ্ট্রমন্ত্রী নিরীহ মানুষের প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেন এবং পাকিস্তানের সংযত ও ভারসাম্যপূর্ণ প্রতিক্রিয়ার প্রশংসা করেন। পাশাপাশি, উভয় দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রাখার বিষয়ে দুই নেতা একমত হন।
তবে, সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে কারও মৃত্যুর বিষয়ে প্রিন্স ফয়সালের কোনো মন্তব্যের উল্লেখ ছিল না। অন্যদিকে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর কিংবা ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.