বর্তমানে ভারত-পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন দেশটির সাধারণ মানুষ। এই প্রেক্ষাপটে ভারত সরকারের পাশাপাশি সেনাবাহিনীর প্রতি সমর্থন জানিয়ে মন্তব্য করেছেন বিনোদন জগতের তারকারা। তবে বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা এক ভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে পরিস্থিতি বিশ্লেষণ করেছেন।
বৃহস্পতিবার রাতে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে সোনাক্ষী লিখেছেন, “আমি সশস্ত্র বাহিনীর জন্য প্রার্থনা করছি। ভারতের জন্য প্রার্থনা করছি। প্রতিটি উদ্বিগ্ন ভারতীয়ের জন্য প্রার্থনা করছি। নিরীহ মানুষের জন্য প্রার্থনা করছি, যারা এই যুদ্ধ আবহে প্রাণ হারিয়েছেন। শান্তির জন্য প্রার্থনা করছি... জয় হিন্দ।”
সোনাক্ষী শুধু সশস্ত্র বাহিনীর জন্য প্রার্থনা করেই থেমে যাননি। তিনি দেশের সংবাদমাধ্যমগুলোর সমালোচনাও করেছেন। তার মতে, বর্তমান পরিস্থিতিতে সংবাদ চ্যানেলগুলোকে সার্কাসের মতো আচরণ করতে দেখা যাচ্ছে। “সংবাদ চ্যানেলগুলোতে শুধুই সার্কাস চলছে। এই অতিরঞ্জিত ভিজ্যুয়াল, সাউন্ড এফেক্ট, চিৎকার চেঁচামেচি শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেছি। দয়া করে আপনারা শুধু আপনাদের কাজ করুন। তথ্য পরিবেশন করুন। যুদ্ধকে চাঞ্চল্যকর করে তুলে মানুষের মধ্যে আতঙ্ক ছড়াবেন না,” বলেন সোনাক্ষী।
এর আগে প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে দেশের সংবাদমাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্মগুলোকে সামরিক অভিযান বা জওয়ানদের গতিবিধির লাইভ কভারেজ দেখানো থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশনার কিছুক্ষণ পরেই সোনাক্ষী তার স্টোরিতে এই বার্তা শেয়ার করেন।
শুধু সোনাক্ষীই নন, এসএস রাজামৌলিও জনগণকে অনুরোধ করেছেন, “সেনাবাহিনীর গতিবিধির কোনো ছবি বা ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করবেন না। এতে আখেরে দেশেরই ক্ষতি হবে।”
এদিকে, সোনাক্ষীর এমন মন্তব্যে সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ তার বক্তব্যকে সমর্থন করেছেন, আবার কেউ কেউ এটিকে ‘অপ্রয়োজনীয়’ বলে আখ্যা দিয়েছেন। তবে সোনাক্ষীর মূল বার্তা ছিল একটি— যুদ্ধ পরিস্থিতিতে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা পালন করা জরুরি
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.