ধানমন্ডির একটি আবাসন প্রকল্পে সাবেক ১২ সচিবসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের ফ্ল্যাট বরাদ্দে নীতিমালা লঙ্ঘন ও দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (৮ মে) দুদকের একটি টিম অভিযান পরিচালনা করে ভবনটির নথিপত্র জব্দ করে।
দুদকের উপপরিচালক মো. আক্তারুল ইসলাম জানান, ধানমন্ডি ৬/১-এর ৬৩ নং প্লটে নির্মাণাধীন ১৪ তলা ভবনের ফ্ল্যাট বরাদ্দ প্রক্রিয়ায় অনিয়মের সুনির্দিষ্ট অভিযোগ পাওয়ায় এ অভিযান চালানো হয়। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অর্থায়নে নির্মিত এই ভবনে সাবেক কর্মকর্তাদের "পুরস্কার" হিসেবে নামমাত্র মূল্যে ফ্ল্যাট দেওয়ার বিষয়টি তদন্তের আওতায় আসেছে।
সূত্রে জানা গেছে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়। অভিযোগ রয়েছে, নিয়মিত টেন্ডার প্রক্রিয়া এড়িয়ে প্রাধিকারভিত্তিক তালিকায় সাবেক সচিব ও উচ্চপদস্থ কর্মকর্তাদের ফ্ল্যাট বণ্টন করা হয়। এতে রাষ্ট্রীয় তহবিলের ক্ষতির পাশাপাশি আবাসন নীতিমালা লঙ্ঘনের প্রমাণ মিলতে পারে বলে দুদক সন্দেহ করছে।
দুদকের সহকারী পরিচালক আল-আমিনের নেতৃত্বে এনফোর্সমেন্ট টিম ভবনের নির্মাণ সংস্থার অফিস থেকে অর্থলগ্নি, বরাদ্দের তালিকা ও চুক্তি সংক্রান্ত কাগজপত্র তল্লাশি করে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত মামলা দায়েরের কথাও জানিয়েছে কমিশন।
গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, ১২ কাঠার এই প্লটে প্রতি ফ্ল্যাটের বাজারমূল্য কয়েক কোটি টাকা হলেও অভিযুক্তরা তা মাত্র কয়েক লাখ টাকায় পেয়েছেন বলে দাবি করা হচ্ছে। দুদকের তদন্তে প্রকল্পের অনিয়মের চিত্র স্পষ্ট হলে উচ্চপর্যায়ের জবাবদিহিতা চাপ বাড়তে পারে বলে বিশ্লেষকদের ধারণা।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.