ভারতের গর্বের ৫টি যুদ্ধবিমান এখন কেবল ছাই আর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। একইসঙ্গে মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই শত্রুকে অসহায় নতজানু অবস্থায় নিয়ে আসা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
বুধবার (৭ মে) রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এই মন্তব্য করেন বলে জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।
সংবাদমাধ্যমটি বলছে, পাকিস্তানি সেনাবাহিনী মাত্র কয়েক ঘণ্টার মধ্যে শত্রুকে নতজানু করতে সক্ষম হয়েছে বলে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জানিয়েছেন। তিনি বলেন, “আল্লাহর কৃপায় আমাদের ফাইটার জেটগুলো আকাশে এমন ঝড় তুলেছিল যে শত্রুরা ভয়ে চিৎকার করেছে। ভারতের গর্বের পাঁচটি যুদ্ধবিমান এখন ছাই আর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।”
প্রধানমন্ত্রী শেহবাজ আরও বলেন, ভারতকে তাদের বিমান হামলার জন্য ফল ভোগ করতেই হবে। ওরা হয়তো ভেবেছিল আমরা পিছিয়ে যাব, কিন্তু ভুলে গেছে যে— আমরা সাহসী জাতি।
তিনি জানান, পাকিস্তান বিমান বাহিনীর যুদ্ধবিমানগুলো ভারতের বাহিনীকে এমন আঘাত দিয়েছে, যা বহুদিনেও মেরামত করা যাবে না। শেহবাজ বলেন, “ভারতের কাপুরুষোচিত হামলায় ২৬ নিরীহ বেসামরিক মানুষ নিহত হয়েছেন, ৪৬ জন আহত হয়েছেন… আমরা একটি শিশুর জানাজা পড়লাম, সাত বছরের ইর্তিজা আব্বাস।”
অবশ্য শেহবাজ ২৬ জন নিহত হওয়ার তথ্য জানালেও পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া উইং আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী ৩১ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।
বুধবারের এই ভাষণে প্রধানমন্ত্রী শেহবাজ প্রতিশ্রুতি দিয়েছেন, ভারতের বিমান হামলায় নিহতদের রক্তের প্রতিটি ফোঁটার বদলা নেওয়া হবে। তিনি বলেন, “ওরা এমন এক কাপুরুষ শত্রু, যারা নিরস্ত্র বেসামরিক নাগরিকদের ওপর হামলা করে নিজেদের শক্তিশালী ভাবে। কিন্তু আমরা প্রমাণ করেছি যে— পাকিস্তান আত্মরক্ষায় উপযুক্ত জবাব দিতে জানে। পুরো জাতি আমাদের সশস্ত্র বাহিনীর সাহস ও শক্তির প্রতি শ্রদ্ধা জানাচ্ছে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.