সুদানের পোর্ট সুদান শহরে একাধিক বিস্ফোরণে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ধারণা করা হচ্ছে, আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) চালানো ড্রোন হামলায় শহরের জ্বালানি ডিপোতে ভয়াবহ আগুন ধরে যায়। মঙ্গলবার (৬ মে) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ড্রোন হামলার লক্ষ্য ছিল শহরের বিমান ঘাঁটি, বন্দর এলাকা ও জ্বালানি গুদাম। বিস্ফোরণের পর আকাশে বিশাল কালো ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে, যা শহরের শান্ত পরিবেশে নতুন করে যুদ্ধের আতঙ্ক ছড়িয়ে দিয়েছে।
সেনাবাহিনী সূত্র জানায়, এই হামলার প্রতিক্রিয়ায় তারা আরএসএফ-নিয়ন্ত্রিত নিয়ালা বিমানবন্দরে পাল্টা হামলা চালিয়ে একটি বিমান ও অস্ত্র ডিপো ধ্বংস করেছে। যদিও আরএসএফ হামলার দায় স্বীকার করেনি।
চলমান গৃহযুদ্ধের অংশ হিসেবে লোহিত সাগর উপকূলীয় পোর্ট সুদান শহরে এই হামলাগুলো সংঘাতের নতুন ধাপের ইঙ্গিত দিচ্ছে। এই শহরটিতেই বর্তমানে দেশের কার্যকর একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দর অবস্থিত।
২০২৩ সালের এপ্রিল থেকে শুরু হওয়া এই গৃহযুদ্ধে এখন পর্যন্ত জাতিসংঘের তথ্যমতে ২০ হাজারের বেশি মানুষ নিহত এবং ১.৫ কোটি বাস্তুচ্যুত হয়েছে। তবে মার্কিন গবেষকদের মতে মৃতের প্রকৃত সংখ্যা হতে পারে এক লাখ ৩০ হাজারেরও বেশি।
বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক সহায়তা ও কূটনৈতিক সমাধান ছাড়া এই সংঘাত আরও দীর্ঘায়িত এবং ভয়াবহ হতে পারে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.