পাকিস্তানে শীর্ষ পর্যায়ের বৈঠক শেষ করে এবার ভারত সফরে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। আগামী বৃহস্পতিবার (৮ মে) নয়াদিল্লিতে পৌঁছাবেন তিনি। ইরানি দূতাবাস এই তথ্য নিশ্চিত করেছে।
সাম্প্রতিক পহেলগাঁও হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে বাড়তে থাকা উত্তেজনার প্রেক্ষাপটে দুই দেশ সফরকারী প্রথম শীর্ষস্থানীয় কূটনীতিক তিনি। ইসলামাবাদে সফরকালে আব্বাস আরাগচি জানান, ইরান ‘দুই পক্ষের মধ্যে উত্তেজনা প্রশমনে সদিচ্ছার প্রচেষ্টা চালিয়ে যাবে’ এবং প্রয়োজনে মধ্যস্থতার প্রস্তাবও দেবে।
ইসলামাবাদে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও সেনাপ্রধান জেনারেল আসিম মুনীরের সঙ্গে বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা, দ্বিপাক্ষিক সম্পর্ক ও সীমান্ত সহযোগিতা নিয়ে আলোচনা করেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী। দুই দেশের সীমান্ত নিরাপত্তা জোরদার করাসহ ভূরাজনৈতিক ইস্যুতেও একযোগে কাজ করার অঙ্গীকার করা হয়।
ভারতে সফরকালেও আঞ্চলিক উত্তেজনা, কাশ্মীর পরিস্থিতি এবং চাবাহার বন্দর উন্নয়ন নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, চাবাহার বন্দরে ভারত ও ইরানের সহযোগিতা নিয়ে সম্প্রতি যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞার হুঁশিয়ারি দিয়েছে।
বিশ্লেষকরা বলছেন, দক্ষিণ এশিয়ায় উত্তপ্ত পরিস্থিতিতে ইরানের এমন কূটনৈতিক তৎপরতা আঞ্চলিক ভারসাম্য ও শান্তি প্রতিষ্ঠার প্রয়াস হিসেবেই দেখা হচ্ছে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.