গরমকালে চুল পড়ার সমস্যায় অনেকেই ভোগেন। ঘাম, ধুলাবালি, অতিরিক্ত তেল এবং দূষণের কারণে মাথার ত্বক তাড়াতাড়ি ময়লা হয়ে যায়, যার ফলে চুলের গোড়া দুর্বল হয়ে পড়ে এবং চুল পড়ে যেতে থাকে। এছাড়া মাথার ত্বকে ব্রণ বা ফুসকুড়ির মতো সমস্যাও দেখা দেয়। তাই এই সময় সঠিক শ্যাম্পু বেছে নেওয়া অত্যন্ত জরুরি। চলুন জেনে নিই গরমে কোন ধরনের শ্যাম্পু ব্যবহার করলে চুলের যত্নে কার্যকর হবে।
সালফেট চুল পরিষ্কার করলেও অতিরিক্ত পরিমাণে ব্যবহারে চুলের স্বাভাবিক তেল ও আর্দ্রতা শুষে নেয়। এতে চুল রুক্ষ হয়ে পড়ে এবং পড়ে যাওয়ার আশঙ্কা বাড়ে। তাই গরমে ব্যবহার করুন সালফেট-মুক্ত মাইল্ড শ্যাম্পু।
যেসব শ্যাম্পুতে অ্যালোভেরা, গ্লিসারিন, বা মধু রয়েছে, সেগুলো মাথার ত্বকে আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে। প্রাকৃতিক উপাদান সমৃদ্ধ শ্যাম্পু মাথার ত্বকে ঠান্ডা ভাব এনে দেয় এবং চুলকে স্বাস্থ্যোজ্জ্বল রাখে।
চুলের প্রধান উপাদান কেরাটিন। স্ট্রেটনার, ড্রায়ার, বা দূষণের কারণে এই কেরাটিন কমে গেলে চুল দুর্বল হয়। কেরাটিন-সমৃদ্ধ শ্যাম্পু চুলের গঠন মজবুত করে এবং চুল পড়া কমায়। বিশেষ করে গরমে চুলের স্বাভাবিক স্বাস্থ্য ফেরাতে এটি দারুণ কার্যকর।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.