পহেলগাঁও হামলার পর ভারত-পাকিস্তান উত্তেজনার প্রেক্ষাপটে আঞ্চলিক নিরাপত্তা, দ্বিপক্ষীয় সম্পর্ক এবং সাম্প্রতিক সংকট নিয়ে আলোচনা করতে পাকিস্তান সফর করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। সোমবার (৫ মে) ইসলামাবাদে তিনি সাক্ষাৎ করেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে। খবর এআরওয়াই নিউজের।
প্রেসিডেন্ট জারদারির সঙ্গে সাক্ষাতে ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানিয়ে তিনি বলেন, “দুই প্রতিবেশী দেশের মধ্যে সহযোগিতা আঞ্চলিক শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”
আব্বাস আরাগচি জানান, তিনি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির নির্দেশে পাকিস্তান সফর করছেন। তিনি চলমান ভারত-পাকিস্তান উত্তেজনা নিয়ে ইসলামাবাদের অবস্থানকে সমর্থন জানান এবং বলেন, “উভয় দেশকে সংযম প্রদর্শনের মাধ্যমে উত্তেজনা প্রশমনের পথ খুঁজতে হবে।”
দ্বিপাক্ষিক সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, “ইরান-পাকিস্তান সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সম্পর্ক আরও জোরদার করতে তেহরান আগ্রহী। এটি দুই ভ্রাতৃপ্রতিম জাতির পারস্পরিক কল্যাণে সহায়ক হবে।” তিনি বাণিজ্য সম্প্রসারণ এবং আফগানিস্তানের পরিস্থিতি নিয়েও আলোচনা করেন।
জারদারি ইরানি পররাষ্ট্রমন্ত্রীর এই সংকটকালে পাকিস্তান সফরকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “পাকিস্তান শান্তিপূর্ণ সংলাপ ও কূটনৈতিক উদ্যোগে বিশ্বাসী। তবে ভারতের আগ্রাসী অবস্থান দক্ষিণ এশিয়ার শান্তি ও স্থিতিশীলতার জন্য বড় হুমকি।”
দুই নেতা ইরান-পাকিস্তান বাণিজ্য বৃদ্ধির ওপর জোর দেন এবং গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর দমন-পীড়নের বিরুদ্ধে একযোগে অবস্থান নেন। এসময় ইরানি পররাষ্ট্রমন্ত্রী ইরানের প্রেসিডেন্টের শুভেচ্ছা বার্তাও জারদারির কাছে হস্তান্তর করেন।
এর আগে, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠকে আব্বাস আরাগচি ভারতের উসকানিমূলক বক্তব্য নিয়ে উদ্বেগের কথা শোনেন। পাকিস্তানি প্রধানমন্ত্রী বলেন, “আমরা সবসময় দায়িত্বশীল আচরণ করেছি। কোনো প্রমাণ ছাড়াই ভিত্তিহীন অভিযোগ মেনে নেওয়া যায় না।” তিনি পহেলগাঁও হামলার ঘটনার আন্তর্জাতিক তদন্তের দাবি জানান।
তিনি আরও বলেন, “কাশ্মীর সংকটই দক্ষিণ এশিয়ার দীর্ঘস্থায়ী অস্থিরতার মূল কারণ। ভারত যে ভাবে পানি অস্ত্র হিসেবে ব্যবহার করছে, তা আন্তর্জাতিক আইন পরিপন্থী। একতরফাভাবে সিন্ধু পানি চুক্তি স্থগিত করা যাবে না।”
প্রধানমন্ত্রী আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে ইরানের সঙ্গে একযোগে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.