মার্কিন সামরিক বাহিনীর আকার ছোট করার সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। এর অংশ হিসেবে বাহিনীর প্রায় ৩০ শতাংশ জ্যেষ্ঠ কর্মকর্তাকে ছাঁটাই করা হবে বলে ঘোষণা দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছাঁটাইয়ের এই তালিকায় সবাই চার তারকা জেনারেল পদমর্যাদার কর্মকর্তা।
সোমবার (তারিখ উল্লিখিত নয়) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (পূর্বতন টুইটার) দেওয়া এক পোস্টে হেগসেথ এ ঘোষণা দেন। বিষয়টি জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
হেগসেথ জানান, ন্যাশনাল গার্ড বিভাগের চার তারকা কর্মকর্তাদের মধ্যে ২০ শতাংশ এবং অন্যান্য সামরিক শাখার ১০ শতাংশ জ্যেষ্ঠ কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হবে। তার ভাষ্য, “বাহিনীতে অধিকসংখ্যক জেনারেল ও অ্যাডমিরাল থাকলেই বেশি সাফল্য আসে— বিষয়টি এমন নয়। বরং বাহিনীকে চৌকস ও দক্ষ করতে প্রয়োজনের অতিরিক্ত লোকবল কমানো জরুরি। এতে বাহিনীর কাঠামোগত ভারসাম্য বজায় থাকবে এবং চাপ কমবে।”
তিনি আরও বলেন, “এটি কোনো শাস্তিমূলক পদক্ষেপ নয়। বরং জয়েন্ট চিফস অব স্টাফের সঙ্গে মিল রেখে সামগ্রিক কৌশলগত প্রস্তুতি ও অপারেশনাল দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এটি একটি সুচিন্তিত সিদ্ধান্ত।”
বর্তমানে মার্কিন সেনাবাহিনীতে চার তারকা জেনারেল রয়েছেন ৪৪ জন। হেগসেথের ঘোষণার পরিপ্রেক্ষিতে এদের মধ্যে অন্তত ২০ শতাংশ—প্রায় ৯ জন—কে ছাঁটাই করা হবে। এরই মধ্যে চাকরিচ্যুত হয়েছেন জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির চেয়ারম্যান, নৌবাহিনীর শীর্ষ অ্যাডমিরাল এবং জাতীয় নিরাপত্তা দপ্তরের পরিচালক।
এই সিদ্ধান্তকে ঘিরে দেশটির রাজনৈতিক ও সামরিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। তবে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে এটিকে সামরিক কাঠামো সংস্কারের অংশ হিসেবে উপস্থাপন করা হচ্ছে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.