বিশ্ববিখ্যাত পুলিৎজার পুরস্কারে ভূষিত হয়েছেন ফিলিস্তিনি লেখক মোসাব আবু তোহা। ‘দ্য নিউ ইয়র্কার’ ম্যাগাজিনে প্রকাশিত তার প্রবন্ধ ‘গাজায় শারীরিক ও মানসিক হত্যাকাণ্ড’ এর জন্য তাকে এ মর্যাদাপূর্ণ পুরস্কার দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
পুরস্কারপ্রাপ্তির পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (পূর্বতন টুইটার) এক পোস্টে আবু তোহা লেখেন, “আমি ‘কমেন্টারি’ বিভাগে পুলিৎজার জিতেছি। এটি আশার বার্তা হোক। এটি একটি গল্প হোক।”
বিশ্লেষকরা মনে করছেন, তার এই কথাগুলো সম্ভবত ২০২৩ সালের ডিসেম্বরে ইসরায়েলি হামলায় নিহত তার সহকর্মী ফিলিস্তিনি কবি রেফাত আলারিরের প্রতি ইঙ্গিত করে বলা হয়েছে।
২০২৩ সালেই ইসরায়েলি বাহিনীর হাতে গাজায় আটক হন মোসাব আবু তোহা। পরে তাকে মিশর সীমান্তে ছেড়ে দেওয়া হয় এবং সেখান থেকে তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান।
নিজের প্রবন্ধে আবু তোহা লেখেন, “গত বছর আমি অনেক মানুষকে হারিয়েছি, অনেক স্থান হারিয়েছি, যেগুলো আমার স্মৃতিতে অমলিন। গাজার প্রতিটি বিধ্বস্ত বাড়ি যেন একটি অ্যালবাম—তবে তা ছবিতে নয়, মৃত মানুষে পূর্ণ।”
এদিকে, পুলিৎজারের অন্যান্য বিভাগে ব্যাখ্যামূলক প্রতিবেদন, স্থানীয় প্রতিবেদন, আন্তর্জাতিক কভারেজ এবং ব্রেকিং নিউজ ফটোগ্রাফির জন্য পুরস্কার পেয়েছে নিউ ইয়র্ক টাইমস।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের জাতীয় পর্যায়ের অন্যতম গুরুত্বপূর্ণ এই পুরস্কারকে সাংবাদিকতার ‘নোবেল’ বলা হয়। ১৯১৭ সাল থেকে এ পুরস্কার প্রদান করা হচ্ছে। সাংবাদিকতার পাশাপাশি সাহিত্য, সংগীত ও নাটকে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের একটি বোর্ড প্রতিবছর এই পুরস্কার ঘোষণা করে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.